ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যে কারণে হঠাৎ থেমে গেল খালেদা জিয়ার লন্ডন যাওয়ার পরিকল্পনা

২০২৫ ডিসেম্বর ০৫ ১০:৪৯:৫৩
যে কারণে হঠাৎ থেমে গেল খালেদা জিয়ার লন্ডন যাওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সময়সূচি আবারও পিছিয়েছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ রয়েল এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার (৫ ডিসেম্বর) দেশে পৌঁছানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা আসছে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন,“কারিগরি সমস্যার কারণে আজ (শুক্রবার) এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে এটি শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড সম্মতি দিলে ইনশাল্লাহ রোববার (৭ ডিসেম্বর) লন্ডনে নেওয়া হবে।”

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বৈঠকে বসে। যুক্তরাজ্য ও চীন থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরাও এতে অংশ নেন। বৈঠক শেষে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাঁকে লন্ডনে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনেও বিএনপি মহাসচিব জানান, কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং ভোরের মধ্যে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি ছিল। তবে অ্যাম্বুলেন্স না আসায় পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে।

জানা গেছে, খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডন ব্রিজ হাসপাতালে। এটি টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত যুক্তরাজ্যের অন্যতম আধুনিক বেসরকারি হাসপাতাল। এখানে কার্ডিয়াক, অর্থোপেডিক, ক্যানসার ও স্নায়ুরোগসহ নানা জটিল চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালটিতে রয়েছে উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকায় তাঁর শারীরিক অবস্থাকে কেন্দ্র করে বিএনপি নেতা–কর্মীসহ সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। প্রতিদিনই হাসপাতালের সামনে মানুষের ভিড় বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে এসে তাঁর খোঁজখবর নিচ্ছেন।

ডা. জাহিদ বলেন,“মেডিকেল বোর্ড তিনবার ভার্চুয়ালি বৈঠক করেছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরা তাঁকে সরাসরি দেখেছেন। পর্যবেক্ষণের ভিত্তিতে তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার সঙ্গে মোট ১৪ জন ভ্রমণ করবেন। তাঁদের মধ্যে রয়েছেন—পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান ,চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী,ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি, ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, এসএসএফ সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম এবং রূপা শিকদার

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে