ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আসছে : ফয়েজ আহমদ

২০২৫ নভেম্বর ১১ ১৯:৫৫:২৩
ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আসছে : ফয়েজ আহমদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রস্তাবিত ‘টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এ ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞা আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, নতুন এই অধ্যাদেশে বিদ্যমান আইন ও নীতিতে বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হচ্ছে, যা দেশের টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকার সুরক্ষা আরও শক্তিশালী করবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকায় বিটিসিএল সভাকক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত “বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫” বিষয়ক অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমদ জানান,“অংশীজনদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশে সংযোজন ও বিয়োজনের সুযোগ রয়েছে। সরকারের লক্ষ্য হলো প্রযুক্তি খাতে এমন একটি আইন তৈরি করা, যা নাগরিক অধিকার ও উদ্ভাবন উভয়কেই সুরক্ষা দেবে।”

সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান সভাপতিত্ব করেন।এতে সরকারি কর্মকর্তা, টেলিকম অপারেটর প্রতিনিধি ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।

অধ্যাদেশের খসড়া ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।নাগরিক ও অংশীজনরা ১৫ নভেম্বর পর্যন্ত মতামত দিতে পারবেন—

ই-মেইল: [email protected]

ডাকযোগে: সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে