ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

আসন সমঝোতা নিয়ে কৌশলী জামায়াত

২০২৫ নভেম্বর ২৫ ০৯:০৭:৫৫
আসন সমঝোতা নিয়ে কৌশলী জামায়াত

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কৌশল, আসন সমঝোতা এবং সমমনা দলগুলোর সঙ্গে তাদের সম্পর্কের বর্তমান চিত্রে নতুন গতি এসেছে। প্রকাশ্যে এখনো কোনো স্পষ্ট ঘোষণা না দিলেও, জামায়াত ভেতরে ভেতরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমন্বয় ও কৌশল নিয়ে এগোচ্ছে।

জামায়াত এখনো আসন সমঝোতা বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। দলটি ‘এক আসনে এক প্রার্থী’ নীতির ভিত্তিতে সমমনা রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে যৌথভাবে আসনভিত্তিক জরিপ চালাচ্ছে।জরিপের ফলাফল হাতে আসার পরই প্রতিটি আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলের সূত্র জানিয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট সমমনা ৭টি দলকে নিয়ে ৫ দফা দাবির ভিত্তিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করে নির্বাচনী অবস্থান মজবুত করতে চাইছে জামায়াত।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দলটি কোনো প্রথাগত জোটে (Conventional Alliance) যাচ্ছে না। তবে বিভিন্ন দল ও রাজনৈতিক শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা হবে—এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।

জামায়াতসহ ৮ দলীয় সমমনা জোটের বাইরেও জাতীয় নাগরিক পার্টি,এবি পার্টি,গণঅধিকার পরিষদ —এই দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা ও যোগাযোগ চলছে বলে জানা গেছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদও নিশ্চিত করেছেন যে, সমমনা দলগুলোর সঙ্গে তাদের একাধিক বৈঠক হয়েছে এবং তারা একযোগে নির্বাচন করার সিদ্ধান্তে পৌঁছেছেন।

আসন সমঝোতার কাজ ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হতে পারে। তবে দলীয় সূত্র জানিয়েছে, তফসিল ঘোষণার পরও দর-কষাকষি, আলোচনার মতো কৌশলগত প্রক্রিয়া চলবে।

এছাড়া প্রকাশ্য জোটের বাইরে অন্য দলের প্রভাবশালী বা মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সঙ্গে গোপন বা অনানুষ্ঠানিক সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না জামায়াত।

দলটির নেতাদের মতে, সমঝোতার বিষয়টি এখনই প্রকাশ করে দিলে প্রতিপক্ষ দলগুলো প্রলোভন দেখিয়ে সমমনা শক্তিগুলোকে বিভ্রান্ত করতে পারে।এ কারণে সমঝোতা গোপন রাখা হচ্ছে একটি রাজনৈতিক কৌশল হিসেবে।

এক শীর্ষ সমমনা নেতা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগামী নির্বাচন অনেকটাই “বিএনপি জোট বনাম জামায়াত জোট”—এই দুই পক্ষের প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে