ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

সৌদি আরবে আরও দুই মদের দোকান—বিশ্বজুড়ে আলোচনা

২০২৫ নভেম্বর ২৫ ০৯:০১:৫০
সৌদি আরবে আরও দুই মদের দোকান—বিশ্বজুড়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব আরও দুটি নতুন মদের দোকান চালুর পরিকল্পনা করছে। এর মধ্যে একটি দোকান দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো–র বিদেশি ও অমুসলিম কর্মীদের জন্য চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

সূত্রগুলো জানায়, পূর্বাঞ্চলীয় রাজ্য দাহরান এবং বাণিজ্যিক নগরী জেদ্দায় কূটনীতিক ও অমুসলিম বসবাসকারীদের জন্য দোকান চালুর প্রস্তুতি চলছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে ঘোষিত ভিশন-২০৩০ সংস্কারের অংশ হিসেবেই এই পদক্ষেপকে দেখা হচ্ছে।

গত বছর সৌদি আরব প্রথমবারের মতো রাজধানী রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করে—যা দেশটিতে ৭৩ বছরের নিষেধাজ্ঞার পর প্রথম দোকান ছিল।

রয়টার্সকে দেওয়া তথ্যে তিনটি সূত্রের একটির দাবি, দাহরানে নতুন দোকানটি আরামকোর অমুসলিম কর্মীদের সরাসরি সেবা দেবে। অপর দুটি সূত্র জানিয়েছে, জেদ্দায় কূটনীতিকদের জন্য তৃতীয় দোকান চালুর কাজও এগিয়ে চলছে।

দুটি দোকানই ২০২৬ সালে চালু হওয়ার কথা, যদিও সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেনি সৌদি সরকার।

এ বিষয়ে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর কোনো মন্তব্য করেনি। আরামকোও প্রতিক্রিয়া দিতে অস্বীকৃতি জানিয়েছে।

রিয়াদে চালু হওয়া দোকানটি ‘বুজ বাংকার’ নামে পরিচিত। সূত্র মতে, সেখানে সম্প্রতি গ্রাহক তালিকায় যুক্ত হয়েছে সৌদির অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সিধারীরা, যারা দেশটিতে বিনিয়োগ ও দক্ষতার ভিত্তিতে বিশেষ আবাসিক সুবিধা পান।

রিয়াদের দোকান চালুর আগে মদ পাওয়া যেত কেবল কূটনৈতিক মেইল, কালোবাজার বা ঘরে তৈরি মাধ্যমে। উপসাগরীয় অঞ্চলে কুয়েত ছাড়া অন্যান্য সব দেশে সীমিত আকারে মদ বিক্রি অনুমোদিত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে