ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

এমপি-মন্ত্রী সম্পর্কে বড় বক্তব্য ধর্ম উপদেষ্টার

২০২৫ নভেম্বর ২৫ ০৮:৫৩:২৩
এমপি-মন্ত্রী সম্পর্কে বড় বক্তব্য ধর্ম উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় জ্ঞানসম্পন্ন জনপ্রতিনিধি তৈরি করতে পারলে দেশে শরীয়াহভিত্তিক আইন বাস্তবায়ন সহজ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “রাজনীতির মধ্যে ধর্মের প্রভাব রাখতে পারলে রাজনীতির চেহারা বদলে যাবে। ধর্মীয় জ্ঞানসম্পন্ন এমপি, মন্ত্রী, স্পিকার বানাতে পারলে শরীয়াহ আইন বাস্তবায়ন সম্ভব।”

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে বাংলাদেশ মসজিদ মিশন আয়োজিত ‘মুসলিম পারিবারিক আইন ও বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বিভিন্ন অঙ্গনের ইসলামিক চিন্তাবিদরা অংশ নেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “৫৪ বছর পর আলেম-ওলামারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। তবে নিজেদের মধ্যে পারস্পরিক বন্ধন না থাকলে তারা অচিরেই হারিয়ে যাবেন।”

১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন প্রসঙ্গে তিনি দাবি করেন, তৎকালীন শাসক আইয়ুব খান “গায়ের জোরে” আইনটি পাশ করেছিলেন এবং এটি শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক। তিনি আরও বলেন, “হিল্লা বিয়ে নারীর প্রতি অবমাননা। শরীয়তের অপব্যাখ্যা করে হিল্লা বিয়ের প্রথা চালু হয়েছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে