ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

লটারির মাধ্যমে ৬৪ জেলায় এসপি নিয়োগ

২০২৫ নভেম্বর ২৫ ০৭:৩০:০৪
লটারির মাধ্যমে ৬৪ জেলায় এসপি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার। কোনো ধরনের বিতর্ক এড়াতে প্রধান উপদেষ্টার নির্দেশনায় সোমবার (২৪ নভেম্বর) তাঁর বাসভবন 'যমুনা'-য় এক স্বচ্ছ লটারির মাধ্যমে এই এসপিদের নির্বাচন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন এবং খুব দ্রুত পর্যায়ক্রমে তাঁদের পদায়ন দেওয়া হবে।

লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা। সোমবার রাতে সাজ্জাত আলী সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি জেলায় নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, পদায়ন নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সেই কারণে উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছ লটারির মাধ্যমে এসপি নির্বাচন করা হয়েছে।

এসপি নির্বাচনের প্রক্রিয়াটি ছিল অত্যন্ত কঠোর। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন—এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮ তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ‘ফিট লিস্ট’ প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ৬৪ জনকে নির্বাচন করা হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে ৬ জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয় এবং তাদের ক্ষেত্রেও লটারির সিদ্ধান্ত কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেব্রুয়ারির প্রথমার্ধেই মাঠপর্যায়ের কর্মকর্তাদের বদলি-পদায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশ অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের তালিকা কমিটির হাতে দেওয়া হয়েছে এবং লটারির মাধ্যমে জেলাওয়ারি পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচনকেন্দ্রিক পুলিশিং নিয়ে যেকোনো ধরনের বিতর্ক এড়াতেই লটারির পদ্ধতি নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সূত্র আরও জানায়, এসপি পদায়নের পর পরবর্তী ধাপে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগও লটারির ভিত্তিতে সম্পন্ন করা হবে। এই লক্ষ্যে সৎ, নিরপেক্ষ ও যোগ্য পরিদর্শকদের তালিকা এরই মধ্যে ইউনিটপ্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং সে তালিকা ধরে ‘ফিট লিস্ট’ তৈরির কাজ চলছে। একই সঙ্গে দীর্ঘদিন ঝুলে থাকা উচ্চপদস্থ কর্মকর্তাদের পদোন্নতির জটমোচনের প্রক্রিয়াও শুরু করা হয়েছে। গত শনিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ২ ঘণ্টার বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনার ধারাবাহিকতায় গতকাল লটারি করে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে