ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ করবে ইউনাইটেড ফাইন্যান্স

২০২৫ নভেম্বর ২৪ ২১:৫৪:৪২
তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ করবে ইউনাইটেড ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক: দেশের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের অধীনে ‘ইউরাইজ’ নামে একটি বিশেষ স্টার্টআপ ঋণ কর্মসূচি চালু করেছে । নতুন উদ্যোক্তাদের জন্য একটি নির্বিঘ্ন এবং সহজগম্য প্রক্রিয়া নিশ্চিত করতে এই ঋণ কর্মসূচির আবেদন সম্পূর্ণরূপে ডিজিটালাইজড করা হয়েছে।

ইউনাইটেড ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে এই নতুন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেখানে কোম্পানিটি ঘোষণা করেছে যে, নতুন উদ্যোক্তারা যাতে সহজেই ঋণ সুবিধার জন্য আবেদন করতে পারেন, সেজন্য তাদের মোবাইল অ্যাপ্লিকেশন ‘UMA’-এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান এবং এসএমই ও নারী উদ্যোক্তা অর্থায়ন বিভাগের প্রধান সুদীপ সাহা ।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “গত ৩৬ বছর ধরে ইউনাইটেড ফাইন্যান্স প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে ।” তিনি আরও বলেন, কোম্পানিটি তরুণদের শক্তি এবং সৃজনশীলতার ওপর বিশ্বাস রাখে । রফিকুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় কম খরচে স্টার্টআপ ঋণ দিতে পেরে ইউনাইটেড ফাইন্যান্স আনন্দিত এবং দেশের ক্রমবর্ধমান স্টার্টআপ ইকোসিস্টেমকে সমর্থন জানাতে তারা এই প্রক্রিয়াটিকে সহজ ও সম্পূর্ণ ডিজিটাল রাখার লক্ষ্য স্থির করেছে ।

ইউনাইটেড ফাইন্যান্স এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো সরাসরি তাদের UMA মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণের জন্য আবেদন জমা দিতে পারবে । এই মোবাইল অ্যাপ্লিকেশনটি অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর উভয় প্ল্যাটফর্মেই বিনামূল্যে ডাউনলোড করার জন্য সহজলভ্য রয়েছে । এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে থাকা উদ্যোক্তারা সহজেই পুঁজির সংস্থান করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে