ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

লিগ্যাছি ফুটওয়্যারের অনিয়মের বিষয়ে অডিটরের তিন বার্তা

২০২৫ নভেম্বর ২৪ ১৬:৩৮:৩৩
লিগ্যাছি ফুটওয়্যারের অনিয়মের বিষয়ে অডিটরের তিন বার্তা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাছি ফুটওয়্যার পিএলসির ২০২৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে কোম্পানিটির অভ্যন্তরীণ হিসাবে গুরুতর অসঙ্গতি এবং আইনি বাধ্যবাধকতা পূরণে ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে। কোম্পানির নিরীক্ষক তাদের প্রতিবেদনে "এমফ্যাসিস অব ম্যাটার" অনুচ্ছেদে এই বিষয়গুলি বিনিয়োগকারীদের মনোযোগের জন্য তিনটি বিষয় বিশেষভাবে তুলে ধরেছেন ।

নিরীক্ষক তাদের পর্যবেক্ষণে জানিয়েছেন, কোম্পানিটি সম্পত্তি, প্ল্যান্ট এবং সরঞ্জামের (পিপিই) জন্য কোনো ফিক্সড অ্যাসেট রেজিস্টার বা বিস্তারিত তালিকা বজায় রাখেনি । এতদসত্ত্বেও, আলোচ্য অর্থবছরে নির্মাণাধীন কাজ থেকে ৪ কোটি ১৬ লাখ ৪২ হাজার টাকা মূল্যের একটি অঙ্ক পিপিই খাতে স্থানান্তর করা হয়েছে । যদিও কোম্পানিটি বিল এবং ভাউচারের মতো সহায়ক নথি সরবরাহ করেছে, তবে এক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের যাচাই বা নিশ্চিতকরণ করা হয়নি । তবে, নিরীক্ষার সময় অতিরিক্ত কাজগুলো যে হয়েছে, তা ভৌত যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করা গেছে ।

কোম্পানির বিক্রয় রাজস্বের হিসাব নিয়েও আইনি জটিলতা দেখা দিয়েছে । ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি ৪ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার টাকা বিক্রয় রাজস্ব দেখিয়েছে। কিন্তু নিরীক্ষক সংগ্রহ করা ভ্যাট রিটার্নের কপির সঙ্গে এই বিক্রয় অঙ্কটি মেলাতে পারেননি। ভ্যাট রিটার্নের সঙ্গে বিক্রয়ের কোনো সমন্বয়ও প্রস্তুত করা হয়নি, যা ভ্যাট ও সম্পূরক আইন ২০১২-এর লঙ্ঘন হিসেবে চিহ্নিত। তবে, নিরীক্ষক নিশ্চিত করেছেন, কোম্পানির ব্যাংক স্টেটমেন্টে বিক্রয়গুলোর প্রতিফলন দেখা গেছে ।

কোম্পানির আর্থিক স্থিতিশীলতার পাশাপাশি কর্মীদের অধিকার সংক্রান্ত গুরুতর আইন লঙ্ঘনের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে । কোম্পানিটি শ্রমিকের মুনাফা বণ্টন তহবিলের জন্য ৪ লাখ ২৫ হাজার ২৮৩টাকা দায় হিসেবে দেখিয়েছে, যার মধ্যে পূর্ববর্তী বছরের ২ লাখ ৫৮ হাজার ৬৪৭ টাকা এখনও তহবিলে অপরিশোধিত রয়েছে । বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩৪(খ) ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট অর্থবছর শেষ হওয়ার নয় মাসের মধ্যে প্রদেয় অর্থ নাফা বণ্টন তহবিলে স্থানান্তরের বাধ্যবাধকতা রয়েছে। এর পাশাপাশি, কোম্পানিটি উক্ত আইনের ২৪০(২) ধারা অনুযায়ী বকেয়া অর্থের ওপর কোনো সুদের সংস্থানও রাখেনি। নিরীক্ষক জানিয়েছেন, এই বিষয়গুলোর কারণে তাদের মূল মতামতের কোনো পরিবর্তন হয়নি, তবে তারা এই গুরুতর বিষয়গুলো সকলের নজরে আনার জন্য বিশেষভাবে উল্লেখ করেছেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে