ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

কুয়েত প্রবাসীদের জন্য নতুন কঠোর নিয়ম

২০২৫ নভেম্বর ২৪ ১৫:৪২:০২
কুয়েত প্রবাসীদের জন্য নতুন কঠোর নিয়ম

নিজস্ব প্রতিবেদক : কুয়েত সরকার আবাসন (ইকামা), ভিজিট ভিসা, নির্ভরশীল ফি এবং অভিবাসন–সংক্রান্ত বিভিন্ন সেবার ফি নতুনভাবে নির্ধারণ করেছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এসব বিধান প্রবাসীদের ওপর সরাসরি প্রভাব ফেলবে।

নতুন আইন অনুযায়ী ইকামার মেয়াদ আর পাসপোর্টের মেয়াদের ওপর নির্ভর করবে না। পাসপোর্টের মেয়াদ কম হলেও ইকামা নবায়ন করা যাবে, তবে পাসপোর্টে ন্যূনতম ৬ মাসের বৈধতা থাকতে হবে। সাধারণ আবাসিক ইকামার মেয়াদ সর্বোচ্চ ৫ বছর, কুয়েতি নারী ও সম্পত্তির মালিকদের বিদেশি সন্তানদের জন্য ১০ বছর এবং বিনিয়োগকারীদের জন্য ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। ইকামা নবায়নের ফি দ্বিগুণ করা হয়েছে—সরকারি-বেসরকারি কর্মী, ছাত্র ও ধর্মযাজকদের জন্য বছরে ২০ দিনার, বিনিয়োগকারী ও রিয়েল এস্টেট মালিকদের জন্য ৫০ দিনার এবং স্ব-স্পন্সরশিপ ইকামার জন্য প্রথমবারের মতো ৫০০ দিনার ফি নির্ধারিত হয়েছে।

ভিজিট ভিসার ফি সবক্ষেত্রে ১০ দিনার স্থির করা হয়েছে। সাধারণ ভিজিট ভিসা তিন মাসের জন্য বৈধ থাকবে এবং নবায়নের মাধ্যমে এক বছর পর্যন্ত বাড়ানো যাবে। মাল্টিপল এন্ট্রি ভিসা এক বছরের জন্য দেওয়া হলেও প্রতিবার অবস্থানসীমা এক মাস। নির্দিষ্ট শর্তে ভিজিট ভিসা থেকে ইকামায় রূপান্তর সহজ করা হয়েছে, তবে পারিবারিক ভিসার ক্ষেত্রে ন্যূনতম আয়সীমা ৮০০ দিনার রাখা হয়েছে। শিক্ষক, প্রকৌশলী, নার্সসহ কিছু পেশাজীবী এই শর্ত থেকে অব্যাহতি পাবেন।

নির্ভরশীল ফিতেও বড় পরিবর্তন এসেছে—স্ত্রী-সন্তানের জন্য ২০ দিনার, বিনিয়োগকারী ও ধর্মযাজকদের পরিবারের জন্য ৪০ দিনার, স্ব-স্পন্সরদের নির্ভরশীলদের জন্য ১০০ দিনার এবং পিতা-মাতা বা অন্যান্য নির্ভরশীলদের ফি ২০০ থেকে বাড়িয়ে ৩০০ দিনার করা হয়েছে।

গৃহকর্মী নিয়োগেও সীমা আরোপ করা হয়েছে—কুয়েতি পরিবারে সর্বোচ্চ ৩ থেকে ৫ জন এবং প্রবাসী পরিবারে সর্বোচ্চ ২ জন। নবায়ন ফি কুয়েতিদের জন্য ১০ দিনার হলেও প্রবাসীদের জন্য ৫০ দিনার নির্ধারিত হয়েছে।

নতুন আইনে নির্বাসনের ঝুঁকিও বাড়ছে। আয়ের উৎস না থাকা, স্পন্সরের অনুমতি ছাড়া অন্যত্র কাজ করা, গুরুতর অপরাধে দণ্ডিত হওয়া অথবা জননিরাপত্তার কারণে মন্ত্রীর নির্দেশে বৈধ ইকামাধারীদেরও কুয়েত থেকে নির্বাসন করা যেতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে