ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-খেলাটি সরাসরি দেখুন এখানে

২০২৫ নভেম্বর ২৪ ১১:৩৭:৫২
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-খেলাটি সরাসরি দেখুন এখানে

সরকার ফারাবী: দ্বিতীয় টেস্টে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে চরম পরীক্ষা দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে সেনুরান মুথুস্বামী ও মার্কো জানসেনের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যের ওপর ভর করে প্রোটিয়ারা গড়েছে পাহাড়সম রান, যার জবাবে তৃতীয় দিনের প্রথম সেশনে ভারত সাবধানে এগোলেও ম্যাচের নিয়ন্ত্রণ দৃঢ়ভাবে প্রতিপক্ষের হাতেই রয়ে গেছে।

ম্যাচের বর্তমান চিত্র

দল প্রথম ইনিংস স্কোর
দক্ষিণ আফ্রিকা ৪৮৯ (অল আউট)
ভারত ৯৫/২ (৩৩ ওভার, খেলার সময়)
স্থিতি ভারত এখনো ৩৯৪ রানে পিছিয়ে
দিন/সেশন তৃতীয় দিন, প্রথম সেশন

দক্ষিণ আফ্রিকার শক্তিশালী সংগ্রহ

প্রথম দিনের শেষে ম্যাচ কিছুটা টলমল অবস্থায় থাকলেও দ্বিতীয় দিনে লোয়ার অর্ডারের বিস্ফোরক ব্যাটিংয়ে ৪৮৯ রানের বিশাল ইনিংস গড়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।এই ইনিংসের দুই মূল নির্মাতা:

ম্যাচের নায়ক মুথুস্বামী ও জানসেন

সেনুরান মুথুস্বামী দুর্দান্ত ব্যাটিং করে তুলে নেন তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি (১০৯)।

তার সঙ্গে মার্কো জানসেন খেলেন অভুতপূর্ব ৯৩ রানের ইনিংস।

অষ্টম উইকেটে এই দুই ব্যাটার ৯৭ রানের মূল্যবান জুটি গড়ে প্রোটিয়াদের লড়াইকে মহীরূহে রূপ দেন।

ভারতীয় বোলারদের সংগ্রাম

ভারতের পক্ষে স্পিনার কুলদীপ যাদব সর্বোচ্চ ৪ উইকেট নিলেও, অন্যান্য বোলারদের জন্য দিনটি ছিল হতাশাজনক।

বিশেষ করে শেষ চার উইকেটে ২৪২ রান যোগ করতে দেয় ভারতীয় বোলাররা—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় দক্ষিণ আফ্রিকার পক্ষে।

বুমরাহ–সিরাজের গতি ও ধার থাকা সত্ত্বেও স্পিনাররা পিচ থেকে তেমন সহায়তা পাননি।

ভারতের দ্বিতীয় ইনিংসে সতর্ক শুরু, তবু চাপে স্বাগতিকরা

৪৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারত তৃতীয় দিনের প্রথম সেশনে সাবধানী ব্যাটিংয়ের চেষ্টা করে। কিন্তু তাতেও দুইটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে তারা বেশ চাপে পড়ে যায়।

প্রথম ধাক্কা

ওপেনার কে এল রাহুল (২২) কেশব মহারাজের ঘূর্ণিতে স্লিপে ক্যাচ তুলে দেন।

ব্যাটিং অর্ডারের ওপরের দিকেই এই পতন ভারতকে আরও রক্ষণাত্মক হতে বাধ্য করে।

আস্থার প্রতীক জয়সওয়াল

ওপেনার যশস্বী জয়সওয়াল চাপে পড়েও দৃঢ়তা দেখিয়ে অর্ধ-শতরান পূরণ করেছেন।

তার সঙ্গে আছেন তরুণ সাই সুদর্শন, যাকে নিয়ে ভারত ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে।

প্রোটিয়া স্পিনারদের বাড়তি সুবিধা

সাইমন হারমার ও কেশব মহারাজ পিচের ধীরগতির সর্বোচ্চ ব্যবহার করছেন।

বল টার্ন ও গ্রিপ করায় ভারতীয় ব্যাটারদের প্রতিটি শট খেলতে হচ্ছে বাড়তি সতর্কতা নিয়ে।

ফলে ভারত একদিকে উইকেট বাঁচাতে মরিয়া, অন্যদিকে রানের গতি তোলাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সরাসরি ম্যাচ দেখতে (লিংক)

এখানেক্লিককরুন

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে