ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

কারাগারে ঢোকার পরই লুটিয়ে পড়েন আওয়ামী লীগ নেতা

২০২৫ নভেম্বর ২৪ ১০:৫৩:৪৪
কারাগারে ঢোকার পরই লুটিয়ে পড়েন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা জেলা কারাগারে আদালতের নির্দেশে প্রবেশের কিছুক্ষণ পর অসুস্থ হয়ে মারা গেছেন তারিক রিফাত (৫৫) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। রোববার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে তিনি মারা যান।

তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক ছিলেন।

গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, বিকেল চারটার দিকে পুলিশ তাকে কারাগারে হাজত হিসেবে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে কারাগারের ভেতরে নেওয়ার অল্প সময়ের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আসিফ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন এবং তার হৃদ্‌যন্ত্রে একাধিক রিং পরানো ছিল।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, তারিক রিফাতের বিরুদ্ধে হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর–অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। গত ১৯ অক্টোবর তিনি গ্রেপ্তার হন। পরে ১৭ নভেম্বর জামিনে মুক্তি পেলেও সেদিন রাতে আবারও গ্রেপ্তার করা হয়। শারীরিক অসুস্থতার কারণে ১৮ নভেম্বর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে শনিবার বিকেলে তাকে থানায় আনা হয় এবং রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে