ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
Sharenews24

‘অফার’-এ ক্লিক করলে যা ঘটে, ব্যাংক জানাচ্ছে সতর্ক বার্তা

২০২৫ নভেম্বর ০৯ ১০:৪৯:১৪
‘অফার’-এ ক্লিক করলে যা ঘটে, ব্যাংক জানাচ্ছে সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক: সাইবার প্রতারকরা এমন নতুন কৌশল ব্যবহার করছে যাতে ওটিপি বা এটিএম পিন ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করা সম্ভব হচ্ছে। প্রতারণামূলক মেসেজে থাকা ভুয়া লিংকে একবারই ক্লিক করলে ভুক্তভোগীর ডিভাইস থেকে সরাসরি ব্যাংক সংক্রান্ত তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে, জানিয়েছে এনডিটিভি।

প্রতারকরা অনলাইনে ছড়ানো ব্যক্তিগত তথ্য—মোবাইল নম্বর, ইমেইল, কেনাকাটার রেকর্ড ইত্যাদি—ব্যবহার করে “পুরস্কার” বা “অফার” আড়ালে ভুয়া মেসেজ পাঠাচ্ছেন। মেসেজগুলো দেখতে অনেক সময় ব্যাংকের অফিসিয়াল নোটিফিকেশনের মতোই হয়। এছাড়া নিচের উন্নত পদ্ধতিগুলোও ব্যবহার করা হচ্ছে:

ভুয়া লিংক ক্লিক করানো: ‘পুরস্কার/অফার’ লিংকে ক্লিক করলে ম্যালওয়্যার ইনস্টল হয়ে তথ্য লিক করে।

কল-মার্জিং: দুইটি কল একসঙ্গে মার্জ করে গ্রাহকের ওটিপি বা সিকিউরিটি কোড শোনে নেওয়া।

ভয়েসমেইল হ্যাক: ভয়েসমেইল অ্যাকাউন্ট হ্যাক করে ওটিপি বা রিকভারির তথ্য বের করা।

কিউআর কোড জালিয়াতি: জাল কিউআর স্ক্যান করিয়ে পেমেন্ট বা কনফিগারেশন বদলে দেওয়া।

স্ক্রিন-শেয়ারিং: ব্যবহারকারীর সম্মতিতে (বা ফাঁকফোকর দিয়ে) স্ক্রিন শেয়ারিং চালিয়ে সরাসরি ডিভাইস কন্ট্রোল বা তথ্য চুরি করা।

নিরাপত্তা টিপস — অবশ্যই অনুসরণ করুন

অচেনা নম্বর/মেসেজের লিংকে ক্লিক করবেন না। ব্যাংক সংক্রান্ত লিংক হলে সরাসরি ব্যাংকের অফিসিয়াল অ্যাপ/সাইট খুলে যাচাই করুন।

ব্যক্তিগত বা ব্যাংক সংক্রান্ত তথ্য কাউকে দেবেন না। ফোনে কেউ ওটিপি, পিন বা অ্যাকসেস কোড চাইলে নিশ্চিতভাবে জানবেন—ব্যাংক তা কখনও ফোনে চাইবে না।

অজানা সোর্স থেকে অ্যাপ ইন্সটল করবেন না। প্লে স্টোর/অ্যাপ স্টোরের বাইরের উৎস থেকে ইনস্টল করা এড়িয়ে চলুন।

সংকেতেই ব্যাংকের অফিসিয়াল হেল্পলাইনে যাচাই করুন। মেসেজ/কল সন্দেহজনক হলে সরাসরি অফিসিয়াল হেল্পলাইনে ফোন করুন।

কিউআর কোড স্ক্যান করার আগে উৎস যাচাই করুন। পত্রিকা/পোস্টার/অনলাইন-কোড সবসময় নিশ্চিত উৎস থেকে কিনা দেখুন।

স্ক্রিন-শেয়ারিং অনুরোধে সতর্ক থাকুন। কেবল বিশ্বাসযোগ্য পার্টনার বা টেক সাপোর্ট ছাড়া স্ক্রিন শেয়ার করবেন না।

মোবাইল ও ব্যাংকিং অ্যাপ আপডেট রাখুন। নিয়মিত সিকিউরিটি প্যাচ ইনস্টল করুন।

কোনো ‘বড় অফার’ বা ‘পুরস্কার’ মেসেজে ব্যক্তিগত বা ব্যাংক সংক্রান্ত তথ্য চাইলে সেটি প্রায়শই ভুয়া—ক্লিক বা তথ্য শেয়ার করা মানে সরাসরি ঝুঁকিতে পড়া।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে