ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

তিন জেলার অবকাঠামো উন্নয়নে ২৫০০ কোটি টাকার সুকুক বন্ড

২০২৫ নভেম্বর ০৪ ১৮:০২:১৯
তিন জেলার অবকাঠামো উন্নয়নে ২৫০০ কোটি টাকার সুকুক বন্ড

নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের তিন জেলা—নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার ইস্যু করতে যাচ্ছে ২ হাজার ৫০০ কোটি টাকার সুকুক (ইসলামী বন্ড)।

বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় এ সুকুক ইস্যুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (০৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

এর আগে সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিপরীতে ৭ বছর মেয়াদি সুকুক ইস্যুর অনুমোদন দেওয়া হয়।

‘আইআরআইডিপিএনএফএল সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’ নামে এই বন্ডটি ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে। সুকুক থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিন জেলার সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন ও ঢাল রক্ষাকরণসহ হাট-বাজার এবং পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি ও অকৃষি অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে, গ্রামীণ মানুষের জীবনমান উন্নত হবে এবং পরিবহন খরচ ও সময় উভয়ই কমে আসবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ডিসেম্বর ২০২৫ সালের মধ্যেই এই সুকুক ইস্যুর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে ২৪ হাজার কোটি টাকার মোট ৬টি সুকুক ইস্যু করেছে। নতুন এই বন্ড হবে সরকারের সপ্তম সুকুক ইস্যু।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সুকুক ইস্যুর মাধ্যমে সরকার দেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি আরও বেগবান করতে যাচ্ছে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে