ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Sharenews24

বিতর্কের জবাবে পাল্টা প্রশ্ন তুললেন প্রেস সচিব!

২০২৫ নভেম্বর ০৮ ১৫:৪২:৪৪
বিতর্কের জবাবে পাল্টা প্রশ্ন তুললেন প্রেস সচিব!

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে এখন সব রাজনৈতিক দলকে নিজ নিজ সিদ্ধান্ত নিতে হবে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন,“শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছেন। এর মানে কি দেশের সবাই টেররিস্ট? সবাইকে হত্যা করে তিনি কি আবার ক্ষমতায় আসবেন? আমার মনে হয়, শেখ হাসিনা-আওয়ামী লীগ নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।”

গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তহীনতার সমালোচনা করে প্রেস সচিব বলেন,“এখন যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই সিদ্ধান্ত নেবে।”

‘জুলাই চার্টার’ নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন,“অনেকে বলছেন, জুলাই চার্টার করার সময় কৃষক, নারী, শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়নি। তাহলে প্রশ্ন হলো— রাজনৈতিক দলগুলো কি এই মানুষদের প্রতিনিধিত্ব করে না?”

তিনি আরও যোগ করেন,“জুলাই চার্টারে দেশের প্রয়োজনীয় সব দিকই অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচনের পর চাইলে নতুন ডায়ালগের মাধ্যমে কিছু পরিবর্তন আনা যেতে পারে।”

জাতীয় নির্বাচন সম্পর্কে প্রেস সচিব বলেন,“প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টামণ্ডলীর সবাই নির্বাচন নিয়ে কাজ করছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে