ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Sharenews24

ফেসবুক-ইনস্টাগ্রামে স্ক্যাম বাজি!

২০২৫ নভেম্বর ০৮ ১২:৫৩:২১
ফেসবুক-ইনস্টাগ্রামে স্ক্যাম বাজি!

নিজস্ব প্রতিবেদক: মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক) আভ্যন্তরীণভাবে অনুমান করেছিল, তাদের বার্ষিক আয়ের প্রায় ১০% বা ১৬ বিলিয়ন ডলার আসে প্রতারণামূলক এবং নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন থেকে।

রয়টার্সের কাছে আসা নতুন অভ্যন্তরীণ নথি দেখাচ্ছে, অন্তত তিন বছরের জন্য মেটা এই ধরনের বিপুল বিজ্ঞাপন শনাক্ত ও প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। ফলে ব্যবহারকারীরা ভুয়া ই-কমার্স, বিনিয়োগ স্কিম, অবৈধ অনলাইন ক্যাসিনো এবং নিষিদ্ধ ওষুধের বিজ্ঞাপনের শিকার হয়েছেন।

ডিসেম্বর ২০২৪-এর নথি অনুযায়ী, মেটা প্রতিদিন প্রায় ১৫ বিলিয়ন ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহারকারীদের দেখায়। এ ধরনের বিজ্ঞাপন থেকে বছরে প্রায় ৭ বিলিয়ন ডলার আয় হয়।

মেটার স্বয়ংক্রিয় সতর্ককরণ সিস্টেম সন্দেহভাজন মার্কেটারদের শনাক্ত করলেও, শুধুমাত্র ৯৫% নিশ্চিত হলে তাদের ব্লক করা হয়। কম নিশ্চিত হলে বিজ্ঞাপনদাতাকে ‘পেনাল্টি বিড’ দিতে হয়, যাতে বিজ্ঞাপন সংখ্যা কমে। এছাড়া, ব্যবহারকারীরা যারা এই বিজ্ঞাপনে ক্লিক করেন, তাদের আরও বেশি বিজ্ঞাপন দেখানো হয়।

অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী, মেটার প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্রে সফল অনলাইন প্রতারণার এক-তৃতীয়াংশে জড়িত। ছোট বিজ্ঞাপনদাতারা আটবার ফ্ল্যাগ না হলে ব্লক হয় না, আর বড় ‘হাই ভ্যালু’ বিজ্ঞাপনদাতারা ৫০০ বার লঙ্ঘন করেও থাকতে পারে।

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন জানিয়েছেন, “গত ১৮ মাসে আমরা স্ক্যাম রিপোর্ট ৫৮% কমিয়েছি এবং ২০২৫ সালে ১৩৪ মিলিয়নের বেশি ভুয়া বিজ্ঞাপন মুছে ফেলেছি।”

নথি অনুযায়ী, মেটা ২০২৪ সালে আয়ের ১০.১% উপার্জন করেছে প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে। ২০২৫ সালের শেষে লক্ষ্য ৭.৩%, ২০২৬ সালে ৬% এবং ২০২৭ সালে ৫.৮%-এ নামানো।

২০২২ সালে মেটা ভুয়া সামরিক সদস্য ও ছদ্মবেশী সেলিব্রিটি-ও ব্র্যান্ডের অ্যাকাউন্ট চিহ্নিত করেছিল, যারা ব্যবহারকারীদের প্রতারণার শিকার করছিল। ২০২৩ সালে প্রায় ১ লাখ বৈধ স্ক্যাম রিপোর্টের ৯৬% উপেক্ষা করা হয়েছিল।

একজন কানাডার আর্মি রিক্রুটারের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে ভুয়া ক্রিপ্টো স্ক্যামের শিকার হওয়ার ঘটনা প্রকাশ পেয়েছে, যেখানে শতাধিক রিপোর্ট উপেক্ষা করা হয়েছিল।

মেটার নথি স্পষ্ট করে যে, কোম্পানি ব্যবহারকারীদের অনলাইন প্রতারণা থেকে রক্ষা করতে চেষ্টা করছে, তবে অর্থনৈতিক স্বার্থের কারণে পদক্ষেপ প্রায়শই সীমিত বা বিলম্বিত। পেনাল্টি বিড এবং অন্যান্য কৌশল ব্যবহার করে ধীরে ধীরে স্ক্যাম বিজ্ঞাপন কমানোর চেষ্টা চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে