ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Sharenews24

১৭ বছর পর অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান!

২০২৫ নভেম্বর ০৮ ১৫:৫২:৪০
১৭ বছর পর অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান!

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে তিনি ঢাকায় ফিরে গুলশানের নিজ বাসায় উঠবেন।গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে চলছে সংস্কার কাজ— নতুন রঙ করা হয়েছে, কাঁটাতারের বেড়া ও সিসিটিভি নজরদারি বাড়ানো হয়েছে নিরাপত্তার অংশ হিসেবে।

এছাড়া গুলশান-২ এর ৮৬ নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও চলছে সংস্কারের শেষ প্রস্তুতি, যেখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

কবে ফিরবেন— এমন প্রশ্নে ফজলে এলাহী আকবর বলেন,“ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক–দুদিনের মধ্যেই ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।”

তিনি আরও বলেন, দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর সহায়তা প্রত্যাশা করছে বিএনপি।

ফজলে এলাহী আকবর জানান, চলতি মাসে তারেক রহমানের ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তা আপাতত স্থগিত রাখা হয়েছে।তিনি বলেন,“নির্বাচনের পর তিনি ওমরাহ পালনে যাবেন।”

গত মাসে বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এছাড়া অস্ত্রের লাইসেন্সও শিগগিরই পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান।সেই থেকে তিনি সেখানে বসবাস করছেন।১৭ বছর পর এবারই প্রথমবারের মতো দেশে ফিরতে যাচ্ছেন তিনি— এমনটাই জানিয়েছে দলীয় সূত্র।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে