ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

অর্থ স্থানান্তর না করায় ২ ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব

২০২৫ নভেম্বর ০৪ ১১:৩৭:১৫
অর্থ স্থানান্তর না করায় ২ ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজে সৌদি পর্বের খরচ নির্বাহের জন্য এজেন্সির ব্যাংক হিসাব থেকে নির্ধারিত অর্থ স্থানান্তর না করায় দুটি ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)দের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রতিটি হজযাত্রী প্রতি ১,৯৫,১৭০ টাকা হারে নির্ধারিত অর্থ গত ২৭ অক্টোবরের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের পরিচালিত ‘এজেন্সি পিলগ্রিমস ফান্ড পে-অ্যাবল টু কেএসএ’ (হিসাব নং-৪৪২৬৩০২০০৩৭৬৫) হিসাব হিসাবে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল। তবে উক্ত সময়ের মধ্যে তা স্থানান্তরিত হয়নি। এতে সৌদি আরবে হজযাত্রীদের খরচ নির্বাহে বিঘ্ন ঘটেছে এবং সার্বিক হজ ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছে।

মন্ত্রণালয় চিঠিতে ব্যাংকগুলিকে পরিপূর্ণ ব্যাখ্যা প্রদান এবং নির্ধারিত অর্থ পে-অর্ডারের মাধ্যমে স্থানান্তরের জন্য পুনরায় অনুরোধ জানিয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, যদি অর্থ প্রেরণে বিলম্ব হয়, তা হলে সৌদি আরবে মিনা-আরাফা তাঁবু বুকিং, সার্ভিস কোম্পানি নির্ধারণ, বাড়ি বা হোটেল ভাড়া এবং জরুরি ব্যয় নির্বাহে কোনো জটিলতা তৈরি হলে এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংক বহন করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে