ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Sharenews24

যে দেশের নারীরা দখল করছে বিশ্বের ১১% স্বর্ণ

২০২৫ নভেম্বর ০৩ ১২:৫২:২৬
যে দেশের নারীরা দখল করছে বিশ্বের ১১% স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব স্বর্ণ বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (WGC) জানিয়েছে, ভারতের নারীরা সামষ্টিকভাবে বিশ্বের মোট স্বর্ণের ১১ শতাংশ বা প্রায় ২৪ হাজার টন স্বর্ণের মালিক। এটি অনেক উন্নত দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের চেয়েও বেশি।

কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের পরিমাণ

যুক্তরাষ্ট্র: ৮,০০০ টন

জার্মানি: ৩,৩০০ টন

ইতালি: ২,৪৫০ টন

ফ্রান্স: ২,৪০০ টন

রাশিয়া: ১,৯০০ টন

বিবৃতিতে বলা হয়েছে, স্বর্ণ সঞ্চয়ের ক্ষেত্রে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর নারীরা সবচেয়ে এগিয়ে। এই ২৪ হাজার টনের প্রায় ৪০% স্বর্ণ তাদের হাতে, বিশেষ করে তামিলনাড়ুর নারীরা একাই ২৮% স্বর্ণের মালিক।

ভারতের আইন অনুযায়ী স্বর্ণ সঞ্চয় সীমা

নারীদের জন্য: ৫০০ গ্রামের বেশি স্বর্ণে কর প্রযোজ্য

পুরুষদের জন্য: ১০০ গ্রাম

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় নারীদের এই স্বর্ণ সঞ্চয় কেবল অর্থনৈতিক শক্তিই নয়, সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বও বহন করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় নারীরা স্বর্ণকে সম্পদ, ঐতিহ্য ও মর্যাদার প্রতীক হিসেবে ধরে রেখেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে