ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
Sharenews24

বিমানবন্দরের সেই আনসার সদস্যকে স্থায়ী বহিষ্কার

২০২৫ নভেম্বর ০৭ ১৫:১৭:৩৭
বিমানবন্দরের সেই আনসার সদস্যকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভস্মীভূত ভবনের ভেতর থেকে অনৈতিকভাবে কিছু বাটন ফোন বের করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়া আনসার সদস্য জেনারুল ইসলামকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর রাতে নাইট শিফটে দায়িত্ব পালনকালে জেনারুল ইসলাম ব্যক্তিগত প্রয়োজনে লোভে ভেসে ভস্মীভূত ভবনের ভেতর থেকে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করেন। ঘটনাস্থলেই তিনি ধরা পড়েন।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তার চাকরি স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে চলমান অনৈতিক কর্মকাণ্ড কমানো হচ্ছে।

এছাড়া, আনসার সদস্যদের নৈতিক দায়িত্ব ও উৎসাহ বৃদ্ধি করতে পে-কমিশন চেয়ারম্যানের কাছে বেতন বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে। এটি সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ ডিউটির ক্ষেত্রে সদস্যদের আরও নিবেদিত ও সতর্ক রাখার উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে