ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Sharenews24

২০৩০ সালের আগেই প্রবাসীদের জীবনে বড় পরিবর্তন আনছে সৌদি

২০২৫ নভেম্বর ০৮ ১০:১৯:৫৯
২০৩০ সালের আগেই প্রবাসীদের জীবনে বড় পরিবর্তন আনছে সৌদি

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে বসবাসরত অসংখ্য অবৈধ প্রবাসীর স্বদেশে ফেরা সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এবার ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’ নামে একটি আধুনিক অনলাইন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ডিজিটাল গভর্নমেন্ট ফোরাম ২০২৫-এ এই উদ্যোগের ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কর্তৃপক্ষ জানায়, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ প্রবাসীরা অনলাইনে আবেদন করে নিজ দেশে ফেরার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে দীর্ঘদিনের জটিল ও সময়সাপেক্ষ প্রশাসনিক প্রক্রিয়ার অবসান ঘটবে।

এছাড়া, সৌদি আরবের বিমানবন্দর ও সীমান্তে যাত্রী চলাচলকে আরও আধুনিক করতে চালু করা হচ্ছে ‘স্মার্ট ট্র্যাক’ নামে একটি বিশেষ প্রযুক্তি ব্যবস্থা। এতে যাত্রীরা স্মার্ট ক্যামেরার মাধ্যমে পরিচয় যাচাই করে পাসপোর্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পারবেন।

একই সঙ্গে ‘ডিজিটাল টুইনস’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক (AI-based) একটি নতুন প্রযুক্তিও চালু করা হবে। এটি জনসমাগমের গতিবিধি বিশ্লেষণ, অপেক্ষার সময় নির্ধারণ ও সেবার মান পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সৌদি কর্তৃপক্ষের মতে, ২০৩০ সালের আগেই এসব উদ্যোগ দেশটির ভ্রমণ ও প্রবাসী সেবা খাতে এক নতুন যুগের সূচনা করবে, যেখানে প্রযুক্তিই হবে সব সেবার মূল চালিকা শক্তি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে