ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Sharenews24

সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রশাসকের দায়িত্ব নিলেন সালাহ উদ্দীন

২০২৫ নভেম্বর ০৮ ১৯:১৭:১৪
সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রশাসকের দায়িত্ব নিলেন সালাহ উদ্দীন

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং ইসলামী ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) পিএলসিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দীন। তার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. রাশেদুল ইসলাম, হাম্মাদা আব্দুল আতি, ড. মোহাম্মদ বজলুল করীম এবং যুগ্ম পরিচালক রওশন আক্তার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের ব্যাংক খাতে স্থিতিশীলতা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের স্বার্থ রক্ষার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল, যার অংশ হিসেবেই সোশ্যাল ইসলামী ব্যাংকে এই প্রশাসক নিয়োগ।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসক মো. সালাহ উদ্দীন এবং তার সহযোগী দল ব্যাংকের আর্থিক অবস্থার উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনর্বিন্যাসে তাৎক্ষণিক পদক্ষেপ নেবেন।

বাংলাদেশ ব্যাংক দৃঢ়ভাবে আশা করছে, নতুন প্রশাসনের অধীনে সোশ্যাল ইসলামী ব্যাংক তার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ইসলামী ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবে।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে