ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Sharenews24

এই সেটিং বদলেই ফোন হবে একদম নতুনের মতো

২০২৫ নভেম্বর ০৮ ১৫:৫৮:০৩
এই সেটিং বদলেই ফোন হবে একদম নতুনের মতো

নিজস্ব প্রতিবেদক: আমাদের অ্যান্ড্রয়েড ফোনে অনেক অ্যাপ আগে থেকেই ইনস্টল করা থাকে। বেশিরভাগ সময় এগুলো ব্যবহার না হলেও ফোনের স্টোরেজ দখল করে এবং ফোনের গতি কমিয়ে দেয়। এসব অ্যাপ ডিলিট বা বন্ধ করলে ফোন আরও দ্রুত চলে এবং ব্যাটারিও টিকে বেশি সময়।

যেভাবে সাধারণ অ্যাপ ডিলিট করবেন

Settings > Apps > View all apps এ যান

যে অ্যাপটি মুছতে চান সেটিতে ক্লিক করুন

Uninstall বাটনে চাপ দিন

অথবা, হোম স্ক্রিনে অ্যাপ আইকনে দীর্ঘক্ষণ চেপে ধরে “Uninstall” সিলেক্ট করুন।

যেসব অ্যাপ ডিলিট করা যায় না, সেগুলো বন্ধ করার উপায়

Settings > Apps > View all apps খুলুন

ডান দিকের তিনটি ডটে চাপ দিয়ে Show system নির্বাচন করুন

যেই অ্যাপ বন্ধ করতে চান সেটি বেছে নিয়ে Disable চাপুন

এতে অ্যাপটি আর কাজ করবে না এবং ফোনের মেমোরি ও ব্যাটারি খরচ কমে যাবে।

উন্নত ব্যবহারকারীদের জন্য (অপশনাল)

কিছু সিস্টেম অ্যাপ সাধারণভাবে মুছে ফেলা যায় না।চাইলে ADB টুল বা Universal Android Debloater সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার থেকে সেগুলো আনইনস্টল করা সম্ভব। তবে টেকনিক্যাল জ্ঞান না থাকলে এ পদ্ধতি না ব্যবহার করাই ভালো।

কেন অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করবেন?

✅ ফোনের মেমোরি খালি থাকবে

✅ পারফরম্যান্স বাড়বে

✅ ব্যাটারি টিকবে বেশি

✅ ফোন হবে ঝামেলামুক্ত

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে