ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

ফোনের ছবিতেও নজর ফেসবুকের, বন্ধ করবেন যেভাবে

২০২৫ অক্টোবর ২৮ ১২:৫৫:৫৫
ফোনের ছবিতেও নজর ফেসবুকের, বন্ধ করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: আপনার মোবাইল ফোনে থাকা কিন্তু ফেসবুকে এখনও শেয়ার না করা ছবিগুলোও এবার নজরে রাখছে ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। মেটা জানিয়েছে, নতুন এই ফিচারটি বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার সব ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে এবং ধীরে ধীরে অন্যান্য দেশে সম্প্রসারিত হবে।

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে ফেসবুককে নিজের ফোনের গ্যালারিতে প্রবেশের অনুমতি দিতে পারবেন। অনুমতি দিলে অ্যাপটি ফোন থেকে নির্দিষ্ট কিছু ছবি ক্লাউড সার্ভারে পাঠাবে। এরপর ফেসবুকের এআই সিস্টেম সেসব ছবি বিশ্লেষণ করে ব্যবহারকারীর জন্য কোলাজ, জন্মদিনের শুভেচ্ছা কার্ড, স্মৃতিচারণ বা থিম পরিবর্তনের মতো সাজেশন তৈরি করবে।

মেটা স্পষ্ট করেছে, ব্যবহারকারীর সম্মতি ছাড়া কোনো তথ্য প্রক্রিয়াকরণ করা হবে না। অ্যাপে একটি বার্তা আসবে—“ফেসবুককে আপনার ছবির ওপর ভিত্তি করে সৃজনশীল পরামর্শ দিতে ক্লাউড প্রক্রিয়ার অনুমতি দিন।”

ব্যবহারকারী ‘হ্যাঁ’ বললেই কেবল ফিচারটি সক্রিয় হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার মেটাকে ব্যবহারকারীর আচরণ, পছন্দ–অপছন্দ এবং সামাজিক সম্পর্ক নিয়ে গভীরতর তথ্য সরবরাহ করতে পারে। ফলে কোম্পানির কাছে বিপুল পরিমাণ ডেটা জমা হবে, যা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকের নজরদারি বন্ধ করার উপায়

১. ফেসবুক অ্যাপের অনুমতি বন্ধ করুন

ফেসবুক অ্যাপ সেটিংসে গিয়ে ‘প্রাইভেসি’ বা ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যান।

‘ফটোস’ বা ‘মিডিয়া’ সম্পর্কিত সেটিংসে গিয়ে ‘ক্যামেরা রোল’ বা ‘এআই সাজেশনস’ অপশনগুলো বন্ধ করুন।

২. পপ-আপে ‘ডোন্ট অ্যালাউ’ ব্যবহার করুন

যখন ফেসবুক নতুন ফিচারের জন্য ক্যামেরা রোলে অ্যাক্সেস চাইবে, তখন পপ-আপে ‘ডোন্ট অ্যালাউ’ বা ‘অনুমতি দেবেন না’ বেছে নিন।

৩. ফোনের অ্যাপ পারমিশন বন্ধ করুন

ফোনের সেটিংসে গিয়ে ‘অ্যাপস’ বা ‘অ্যাপ্লিকেশনস’ এ ফেসবুক অ্যাপটি খুঁজুন।

‘পারমিশনস’ অপশনে গিয়ে ‘ক্যামেরা’ বা ‘ফটোস’ এর অ্যাক্সেস বন্ধ করুন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে