ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Sharenews24

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

২০২৫ নভেম্বর ০৩ ১৭:২২:৩৯
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে বড় দুঃসংবাদ। নতুন টেলিকম নীতিমালা বাস্তবায়নের পর গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম সোমবার (৩ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন নীতিমালা কার্যকর হলে ৫০০ টাকার ইন্টারনেট সংযোগের খরচ বাড়বে ১০০ টাকা এবং এক হাজার টাকার সংযোগে খরচ বেড়ে যাবে ২০০ টাকা।

আমিনুল হাকিম বলেন, “টেলিকম পলিসি সংশোধন না করা হলে দেশের ডিজিটাল উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এমনকি বাংলাদেশ ডিজিটালি ‘শাটডাউন’-এর মুখে পড়তে পারে।”

তিনি আরও আহ্বান জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো যেন নীতিমালার বিষয়ে হস্তক্ষেপ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, যাতে সাধারণ ব্যবহারকারীদের ওপর বাড়তি চাপ না পড়ে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে