ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

এক ক্লিকেই জেনে নিন আপনার ই-মেইল হ্যাক হয়েছে কিনা

২০২৫ অক্টোবর ৩১ ১৬:২৫:১৬
এক ক্লিকেই জেনে নিন আপনার ই-মেইল হ্যাক হয়েছে কিনা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে ১৮ কোটি ৩০ লাখেরও বেশি ই-মেইল অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ফাঁস হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থাগুলো। ধারণা করা হচ্ছে, এর একটি বড় অংশ গুগলের জিমেইল ব্যবহারকারীদের।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সবচেয়ে বড় ইমেইল–পাসওয়ার্ড ফাঁসের ঘটনা, যা থেকে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

গুগল অবশ্য ব্যবহারকারীদের আশ্বস্ত করে জানিয়েছে— আতঙ্কিত হওয়ার কিছু নেই, তাদের নিজস্ব সার্ভার বা সিস্টেম হ্যাক হয়নি।গুগলের দাবি, ফাঁস হওয়া তথ্যগুলো এসেছে ম্যালওয়্যারে আক্রান্ত ব্যক্তিগত কম্পিউটার ও ব্রাউজার থেকে, যেখানে ব্যবহারকারীদের লগইন তথ্য চুরি করা হয়েছিল।

তবে সাইবার ইনসাইডার ও ফোর্বস জানাচ্ছে, গুগল নিরাপদ থাকলেও এই তথ্যগুলো ইতোমধ্যেই ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে।অনেকেই একই পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার করেন— যেমন ই-মেইল, ব্যাংকিং বা অনলাইন শপিং সাইটে— ফলে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট, যিনি জনপ্রিয় সাইট ‘Have I Been Pwned (HIBP)’ পরিচালনা করেন, তিনি জানিয়েছেন— এই নতুন ডেটাসেটটির নাম ‘Synyhient Stealer Log Threat Data’।এটি কোনো নির্দিষ্ট ওয়েবসাইট থেকে হ্যাক করা হয়নি; বরং সারা বিশ্বের অসংখ্য সংক্রমিত ডিভাইস থেকে সংগৃহীত লগ ফাইল দিয়ে তৈরি।

যেভাবে জানবেন আপনার তথ্য ফাঁস হয়েছে কি না

আপনার ই-মেইল ঠিকানা ঝুঁকিতে আছে কি না জানতে—

ভিজিট করুন: haveibeenpwned.com

সেখানে আপনার ই-মেইল আইডি লিখে সার্চ দিন।

ওয়েবসাইটটি জানিয়ে দেবে আপনার ই-মেইল ওই ফাঁস হওয়া ডাটাসেটে আছে কি না।

যদি মনে করেন আপনার জিমেইল হ্যাক হয়েছে

গুগলের ‘Security Checkup’ টুলে গিয়ে আপনার অ্যাকাউন্ট পরীক্ষা করুন।

অপরিচিত ডিভাইস বা সন্দেহজনক থার্ড-পার্টি অ্যাপ থাকলে তা সরিয়ে ফেলুন।

সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করুন— এবং এমন একটি পাসওয়ার্ড ব্যবহার করুন যা অন্য কোথাও ব্যবহার করেননি।

অবশ্যই টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করুন।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো নিরাপত্তা ব্যবস্থা না নিলে ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি অফিসের গোপন ডেটাও ঝুঁকির মুখে পড়তে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে