ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Sharenews24

আবহাওয়া অফিসের সতর্কবার্তা

২০২৫ নভেম্বর ০৩ ১০:৪১:৫৪
আবহাওয়া অফিসের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় একফোঁটাও বৃষ্টি হয়নি। ফলে বাড়ছে উষ্ণতার অনুভূতি। সোমবার (৩ নভেম্বর) দিনেও গরম কিছুটা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

আবহাওয়া অফিসের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪ থেকে ৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে— ফলে রাজধানীবাসীকে আজও হালকা গরমে অস্বস্তি পোহাতে হতে পারে।

বর্তমান আবহাওয়া পরিস্থিতি

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি।গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে, আর মঙ্গলবার সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।

বিশেষজ্ঞদের ব্যাখ্যা

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, নভেম্বরের শুরুতেই এমন গরম মৌসুমি পরিবর্তনের প্রভাব। উত্তর দিক থেকে শুষ্ক বাতাস বইতে শুরু করলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন,“বায়ুপ্রবাহের দিক পরিবর্তন শুরু হলেও আর্দ্রতা কমেনি। ফলে সূর্য উঠলে তাপমাত্রা বেশি লাগছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আভাস মিলতে পারে।”

তিনি আরও জানান, ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে আগামী কয়েক দিন তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশে মাঝে মাঝে হালকা মেঘ দেখা যেতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে