ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
Sharenews24

২০২৭ সালের মধ্যে ১০ হাজার প্রশিক্ষিত বিনিয়োগকারী গড়বে বিএসইসি

২০২৬ জানুয়ারি ৩১ ২২:৫১:০৫
২০২৭ সালের মধ্যে ১০ হাজার প্রশিক্ষিত বিনিয়োগকারী গড়বে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: টেকসই ও উন্নত শেয়ারবাজার গড়ে তোলার লক্ষ্যে দেশজুড়ে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘প্রশিক্ষিত বিনিয়োগকারী, সমৃদ্ধ শেয়ারবাজার’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসকে (বিএএসএম) নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন থেকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, বিএএসএম-কে প্রতি মাসে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও অংশগ্রহণকারীদের তালিকা পরবর্তী মাসের ১ তারিখের মধ্যে কমিশনকে জানাতে হবে। প্রশিক্ষণের একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান ২০২৫-২৬ অর্থবছরে ৫ হাজার জন এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৫ হাজার ৫০০ জন সাধারণ বিনিয়োগকারীকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে।

বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান প্রসারে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে কমিশন। বিএসইসির বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ও ইউটিউব লিংক এখন থেকে জাতীয় তথ্য বাতায়নে সরাসরি পাওয়া যাবে। যেকোনো বিভাগ, জেলা বা উপজেলা পর্যায়ের সরকারি ওয়েবসাইট থেকে খুব সহজেই সাধারণ মানুষ এই লিংকে প্রবেশ করে পুঁজিবাজার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও টিউটোরিয়াল দেখতে পারবেন।

নিয়ন্ত্রক সংস্থাটি বিশ্বাস করে, বিনিয়োগকারীদের আর্থিক সচেতনতা বাড়লে বাজারে অযৌক্তিক ঝুঁকি নেওয়া ও গুজবনির্ভর বিনিয়োগের প্রবণতা হ্রাস পাবে। এতে বাজার আরও স্থিতিশীল ও স্বচ্ছ হয়ে উঠবে। প্রশিক্ষণপ্রাপ্ত বিনিয়োগকারীরা কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, যা বাজারে স্থিতিশীলতা ফেরাবে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ সাধারণ বিনিয়োগকারীদের বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করবে।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত বিএএসএম হলো বিএসইসির একটি একাডেমিক শাখা, যার মূল কাজ হলো বিনিয়োগকারীদের সক্ষমতা বৃদ্ধি করা। বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং কামরুল আমন খান মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস, ফিনটেক এবং অথোরাইজড রিপ্রেজেন্টেটিভদের জন্য বিশেষায়িত কোর্স ও সেমিনার আয়োজন করে থাকে, যা বাজারে পেশাদারিত্ব বাড়াতে ও ক্যাশ প্রবাহের ঝুঁকি কমাতে সহায়ক হচ্ছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে