ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

২০২৬ জানুয়ারি ২৭ ০৮:০৭:০৫
একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : ব্যবসা ও বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারের ছয়টি প্রতিষ্ঠান একীভূত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

তিনি জানান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চতুর্থ গভর্নিং বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টা ও গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

চৌধুরী আশিক বিন হারুন বলেন, দেশে বর্তমানে একাধিক ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি রয়েছে। এগুলো একীভূত করার প্রস্তাব আগের গভর্নিং বোর্ড সভায় উত্থাপন করা হয়। পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অ্যাটর্নি জেনারেলসহ একাধিক উপদেষ্টাকে নিয়ে গঠিত একটি উপদেষ্টা কমিটি বিষয়টি পর্যালোচনা করে নীতিগতভাবে একীভূতকরণের সুপারিশ করে।

তিনি আরও বলেন, একীভূতকরণটি আপাতত একটি নীতিগত সিদ্ধান্ত। ভবিষ্যতের সরকার এটি বাস্তবায়ন করবে। একীভূতকরণ প্রক্রিয়া কীভাবে হবে, সে বিষয়ে একটি প্রাথমিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এজন্য একটি স্বাধীন তৃতীয় পক্ষের কনসালট্যান্ট নিয়োগ করা হবে, যারা নতুন সংগঠন কাঠামো ডিজাইন করবে। এতে করে কোনো সংস্থা বা সংশ্লিষ্ট কেউ অতিরিক্ত সুবিধা বা বিশেষ আচরণ পাবে না।

বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, সরকারের লক্ষ্য হলো ভবিষ্যতে এই ছয়টি সংস্থাকে একটি একক প্রতিষ্ঠানে রূপান্তর করা, যাতে বিনিয়োগ ব্যবস্থাপনা আরও কার্যকর ও সমন্বিত হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে