ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
Sharenews24

মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা লিখলেন চিত্রনায়িকা

২০২৬ জানুয়ারি ৩১ ১৭:০৩:০৩
মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা লিখলেন চিত্রনায়িকা

নিজস্ব প্রতিবেদক : ঢালিউডের গ্ল্যামার জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়ে বর্তমানে ধর্মচর্চা ও সংসারজীবনে পুরোপুরি মনোযোগী চিত্রনায়িকা খাদিজা বর্ষা। গত বছর পবিত্র ওমরাহ পালন শেষে অভিনয় থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। নিজের সেই সিদ্ধান্তে অটল থেকে এরপর আর কোনো নতুন সিনেমায় নাম লেখাননি এই নায়িকা।

সম্প্রতি বর্ষাকে দেখা গেল ধর্মীয় গ্রন্থ পাঠে মনোনিবেশ করতে। শুক্রবার সন্ধ্যায় জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারী-র লেখা একটি বই পড়ার অভিজ্ঞতা শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন বর্ষা, যা মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কাড়ে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড. মিজানুর রহমান আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটির ছবি প্রকাশ করেন তিনি। পোস্টের ক্যাপশনে বর্ষা লেখেন,“আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছে হচ্ছিল যে ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার। ৩টি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি। আমার বোনদের জন্য ২টি।”

বইটির লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বর্ষা আরও লেখেন,“জীবনে তেমন কিছুই জানি না। তবে এই ‘এক নজরে কুরআন’ পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাতে চাই আপনাকে ড. মিজানুর রহমান আজহারী, এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।”

বর্ষার এই পোস্টে ভক্ত ও অনুসারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার এই নতুন জীবনধারা ও ধর্মীয় অনুশীলনের প্রশংসা করছেন।

উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বর্ষার। পরের বছর ২০১১ সালে ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের সংসারে রয়েছে আরিজ ও আবরার নামে দুই পুত্রসন্তান।

গত বছর মক্কা থেকে ফিরে বর্ষা জানান, সন্তানরা বড় হচ্ছে—তাদের ভবিষ্যৎ এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার স্বার্থেই তিনি অভিনয় জগত থেকে সরে আসছেন। বর্তমানে মাঝেমধ্যে কিছু সামাজিক অনুষ্ঠান বা ফটোসেশনে দেখা গেলেও, তার বেশিরভাগ সময় কাটছে সংসার, সন্তানদের সঙ্গে এবং বই পাঠে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে