ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
Sharenews24

সপ্তাহজুড়ে ৯ খাতে লেনদেন বেড়েছে

২০২৬ জানুয়ারি ৩১ ১৩:১৭:৩৬
সপ্তাহজুড়ে ৯ খাতে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৫-২৯ জানুয়ারি’২৬) প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ২ হাজার ৮৯৭ কোটি ১২ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৮ কোটি ৪ লাখ ১০ হাজার টাকা কম। এছাড়া, লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। বাজারের এমন পরিস্থিতি লেনদেন বেড়েছে ৯ খাতে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

লেনদেন বৃদ্ধি পাওয়া খাতগুলো হলো- জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য প্রযুক্তি, কাগজ ও প্রকাশনা, ভ্রমণ ও অবকাশ, পাট এবং কর্পোরেট বন্ড।

সপ্তাহজুড়ে সর্বোচ্চ লেনদেন বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে ১৯৯ কোটি ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ৬.৮৭ শতাংশ। আর আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৭১ কোটি ৬২ লাখ টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। সপ্তাহজুড়ে এই খাতে ২২৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৭.৭৯ শতাংশ। আর আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে প্রকৌশল খাতে। সপ্তাহজুড়ে এই খাতে ২২২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৭.৬৯ শতাংশ। আর আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৪২ লাখ ৮২ হাজার টাকার।

সপ্তাহজুড়ে অন্য খাতগুলোর মধ্যে- কাগজ ও প্রকাশনা খাতে ৮৩ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা, তথ্য প্রযুক্তি খাতে ১১৩ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা, পাট খাতে ১৪ কোটি ৮০ লাখ টাকা, ভ্রমণ ও অবকাশ খাতে ২৯ কোটি ৭৪ লাখ টাকা, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৫০৮ কোটি ৫৩ লাখ টাকা এবং কর্পোরেট বন্ড খাতে ১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে