ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
Sharenews24

ইতিহাস গড়তে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন

২০২৬ জানুয়ারি ৩১ ১৭:১০:৫৫
ইতিহাস গড়তে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ক গণভোটকে সামনে রেখে বাংলাদেশে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রেকর্ড উপস্থিতি নিশ্চিত হয়েছে। এখন পর্যন্ত ৬টি আন্তর্জাতিক সংস্থাসহ মোট ৩৩০ জন বিদেশি পর্যবেক্ষক এই যুগপৎ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন। যা ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।

শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)সহ ৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে অন্তত ৬৩ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। এর মধ্যে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (অ্যানফ্রেল) থেকে ২৮ জন,কমনওয়েলথ সচিবালয় থেকে ২৫ জন,যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ৭ জন এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে ১ জন প্রতিনিধি থাকবেন।

ওআইসির দুই সদস্যের পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দর। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং ৩২ জন স্বতন্ত্র পর্যবেক্ষক এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

স্বতন্ত্র পর্যবেক্ষকরা ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মতো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্ব করবেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষক সফরের সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ জানান, পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়াসহ বেশ কয়েকটি আমন্ত্রিত দেশ এখনো তাদের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করেনি। পাশাপাশি সাউথ এশিয়ান ইলেকটোরাল ম্যানেজমেন্ট বডিস (ফেমবোসা) থেকেও প্রতিনিধি দল আসার কথা রয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে ৫০টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই দিনে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ক গণভোট।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে