ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
Sharenews24

দেশের বাজারে স্বর্ণের দাম নিয়ে আবারও সুখবর

২০২৬ জানুয়ারি ৩১ ১৩:১৬:২৯
দেশের বাজারে স্বর্ণের দাম নিয়ে আবারও সুখবর

নিজস্ব প্রতিবেদক : দেশের স্বর্ণের বাজারে টানা ঊর্ধ্বগতির পর অবশেষে এলো বড় স্বস্তির খবর। রেকর্ড উচ্চতায় পৌঁছানোর মাত্র দুই দিনের ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। এ সময়ের মধ্যে ভরিতে স্বর্ণের দাম কমেছে ৩০ হাজার টাকারও বেশি।

স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা দাম কমানো হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।

শনিবার (৩১ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকেই নতুন দাম কার্যকর হবে। বাজুসের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে।

সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা

রুপার দামও কমেছে

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। নতুন দামে—

২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৭ হাজার ২৯০ টাকা

২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬ হাজার ৯৪০ টাকা

১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা

আগের রেকর্ড দামের প্রেক্ষাপট

উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড বৃদ্ধি পায়। বৃহস্পতিবার সকালে এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এক ধাপে এত বড় অঙ্কে এর আগে কখনো স্বর্ণের দাম বাড়ানো হয়নি।

স্বর্ণের দামে এই হঠাৎ বড় পতনে ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে