ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

‘জেড’ থেকে 'বি' ক্যাটাগরিতে আসল তালিকাভুক্ত কোম্পানি

২০২৬ জানুয়ারি ২৫ ১৯:৪৬:৫৬
‘জেড’ থেকে 'বি' ক্যাটাগরিতে আসল তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পর্যটন ও হোটেল খাতের কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড দীর্ঘ প্রতীক্ষার পর ‘জেড’ ক্যাটাগরি থেকে বেরিয়ে এসেছে। কোম্পানিটিকে বর্তমান ‘জেড’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘বি’ ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সংবাদ অনুযায়ী, কোম্পানিটির এই নতুন ক্যাটাগরি আগামীকাল ২৬ জানুয়ারি (সোমবার) থেকে কার্যকর হবে।

মূলত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড সফলভাবে শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ সম্পন্ন করার প্রতিবেদন দাখিল করায় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

পেনিনসুলা চিটাগং তাদের শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি ডিভিডেন্ড প্রদান ও বিতরণে সক্ষম হলে এবং অন্যান্য কমপ্লায়েন্স পূরণ করলে তাকে নিম্ন ক্যাটাগরি থেকে উন্নীত করা হয়। কোম্পানিটি ক্ষুদ্র হলেও ডিভিডেন্ড বিতরণ নিশ্চিত করায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে।

ক্যাটাগরি পরিবর্তনের ফলে আগামীকাল থেকে পেনিনসুলা চিটাগংয়ের শেয়ার লেনদেনের ক্ষেত্রে আগের চেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে। বিশেষ করে ‘জেড’ ক্যাটাগরিতে থাকা অবস্থায় লেনদেনের নিষ্পত্তির সময়সীমা এবং মার্জিন ঋণের ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল, ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হওয়ায় সেসব সীমাবদ্ধতা শিথিল হবে। এটি শেয়ারটির তারল্য বৃদ্ধিতেও সহায়তা করবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে