ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
Sharenews24

যমুনায় ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

২০২৬ জানুয়ারি ৩১ ২৩:০২:২১
যমুনায় ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন বানচাল করতে একটি বিশেষ মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে টাঙ্গাইলের এক নির্বাচনী জনসভায় তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্রকারীরা সাধারণ মানুষের, বিশেষ করে মা-বোনদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অনৈতিক এই কর্মকাণ্ড ঘরে ঘরে গিয়ে ঘটতে পারে উল্লেখ করে তিনি জনগণকে যেকোনো প্রলোভন বা প্রতারণার বিরুদ্ধে সজাগ থাকার পরামর্শ দেন।

তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারিকে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন হিসেবে অভিহিত করেন এবং সবাইকে সকালে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দেন। নিজের ভোট যাতে অন্য কেউ দিতে না পারে এবং ভুয়া ভোটার শনাক্তে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জনসভায় টাঙ্গাইলের আটটি আসনের প্রার্থীদের ধানের শীষ প্রতীকের সাথে পরিচয় করিয়ে দিয়ে তিনি তাঁদের বিজয়ী করার আহ্বান জানান।

টাঙ্গাইলের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, এ অঞ্চলের ঐতিহ্যবাহী শাড়ি বিদেশে রপ্তানির বিশাল সম্ভাবনা রয়েছে। এছাড়া বিশ্বখ্যাত টাঙ্গাইলের নামাজের টুপি শিল্পের সম্প্রসারণ এবং আনারস প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জুস কারখানা স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। যমুনা নদীতে ব্যারেজ নির্মাণ এবং পাট শিল্পের হারানো গৌরব ফেরাতে নতুন নতুন শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন দেখান তিনি।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রাজশাহী, নওগাঁ, বগুড়া ও রংপুরে নির্বাচনী সফর শেষে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভার মধ্য দিয়ে তারেক রহমান তাঁর তিন দিনের উত্তরাঞ্চলীয় সফর শেষ করেন। নির্বাচনী প্রচারণার এই কর্মব্যস্ত সফর শেষে সন্ধ্যা ৭টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

চলতি অর্থবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক কর্মসূচিগুলো জাতীয় স্থিতিশীলতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনী আমেজে মানুষের চলাচল বাড়লে প্রান্তিক পর্যায়ে ক্যাশ লেনদেন বৃদ্ধি পায়, যা গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করে। বিনিয়োগকারীরা আশা করছেন, একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে শেয়ারবাজার ও দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব পড়বে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে