ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

আসর নামাজের শেষ সময় ও মাকরুহ সময় 

২০২৫ অক্টোবর ২৩ ১১:১৩:৫৪
আসর নামাজের শেষ সময় ও মাকরুহ সময় 

নিজস্ব প্রতিবেদক: ইসলামে প্রতিটি নামাজের সময় সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে নির্ধারিত হয়। বিশেষ করে আসরের নামাজের সময় শুরু ও শেষ—দুটোরই নির্ধারণ সূর্যের অবস্থান দেখে করা হয়। কোরআনে এসেছে, “সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো।” (সূরা ইসরা, আয়াত: ৭৮)

আসর নামাজ শুরু হয় যখন কোনো বস্তুর ছায়া তার প্রকৃত দৈর্ঘ্যের সমান হয় (জোহরের ছায়া বাদে)। অর্থাৎ সূর্য পশ্চিম দিকে হেলে পড়তে শুরু করলে এবং ছায়া বাড়তে শুরু করলে আসর সময় শুরু হয়।

হাদিসে বর্ণিত আছে,“আসর নামাজের সময় সেই সময় পর্যন্ত থাকে যতক্ষণ না সূর্যের রং হলুদ হয়ে আসে।”(সহিহ মুসলিম, হাদিস: ৬১৩)

আসর নামাজের শেষ সময় দুইভাগে ভাগ করা হয়:

১. বৈধ সময় (মাকরুহ হওয়ার আগ পর্যন্ত): সূর্য যখন দিগন্তের দিকে ঝুঁকে পড়ছে কিন্তু এখনও তীব্র আলো প্রদান করছে, তখন নামাজ পড়া উত্তম ও বৈধ।

২. মাকরুহ সময়: সূর্যের রং ফ্যাকাশে বা লালচে হয়ে গেলে পর্যন্ত আসর নামাজ পড়া যায়, তবে এটি অপছন্দনীয় সময়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন,“যে ব্যক্তি সূর্য হলুদ হয়ে যাওয়ার আগে আসরের এক রাকাত আদায় করে, সে আসর নামাজ সম্পন্ন করেছে।” (সহিহ বুখারি, হাদিস: ৫৭৯)

বিভিন্ন মাজহাব আসরের শুরু সময় নিয়ে ভিন্ন মত পোষণ করে:

হানাফি মাজহাব: আসর শুরু হয় যখন বস্তুর ছায়া তার প্রকৃত দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। শেষ সময় সূর্যাস্তের আগ পর্যন্ত।

শাফেয়ি, মালিকি, হাম্বলি মাজহাব: আসর শুরু হয় যখন বস্তুর ছায়া তার প্রকৃত দৈর্ঘ্যের সমান হয়। শেষ সময় সূর্যাস্তের আগ পর্যন্ত।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ আলেম হানাফি মাজহাব অনুসরণ করেন, তাই অনেক ক্যালেন্ডারে আসরের সময় একটু পরে দেখা যায়।

আধুনিক জ্যোতির্বিদ্যার ভিত্তিতে আসর নামাজের সময় সাধারণত সূর্যের উচ্চতা প্রায় ৪৫° থেকে ০° পর্যন্ত অবস্থানের মধ্যে পড়ে। বাংলাদেশে গ্রীষ্মকালে আসরের সময় প্রায় বেলা ৩:৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং শীতে বেলা ৩:০০ থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিবর্তিত হয়।

আসর নামাজের শেষ সময় হলো সূর্যাস্তের ঠিক আগ পর্যন্ত, তবে সূর্য হলুদ হওয়ার আগে নামাজ আদায় করা উত্তম। নবী করিম (সা.) নামাজে বিলম্ব করাকে অপছন্দ করতেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে