ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

প্যাসিফিক ডেনিমসের কারখানা বন্ধ: ডিএসই

২০২৫ অক্টোবর ২২ ২৩:৫৭:৩১
প্যাসিফিক ডেনিমসের কারখানা বন্ধ: ডিএসই

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান প্যাসিফিক ডেনিমস লিমিটেড-এর কারখানা বর্তমানে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানির আর্থিক দুরবস্থা ও নিয়ম না মানার ইতিহাসের মধ্যেই ডিএসই-এর সাম্প্রতিক পরিদর্শনে এই তথ্য উঠে আসে।

২২ অক্টোবর ডিএসই’র একটি পরিদর্শন দল প্যাসিফিক ডেনিমস-এর কারখানা সরেজমিনে পরিদর্শন করে এবং দেখে যে সেখানে উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। পরবর্তীতে এক্সচেঞ্জ তাদের ওয়েবসাইটে বিষয়টি প্রকাশ করে বিনিয়োগকারীদের সতর্ক করে।

ডিএসই জানিয়েছে, প্যাসিফিক ডেনিমস যুক্ত হওয়ায় বাজারে বর্তমানে অকার্যকর বা বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১টিতে। এর আগে ডিএসই তালিকাভুক্ত ৩০টি কোম্পানির একটি তালিকা প্রকাশ করেছিল, যেগুলো কার্যত বন্ধ বা ন্যূনতম উৎপাদনেও নেই।

২০১৬ সালে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করেছিল প্যাসিফিক ডেনিমস। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানিটি তীব্র আর্থিক সংকটের মুখে পড়ে।

এই সংকটের কারণে কোম্পানিটি ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১ শতাংশ নগদ লভ্যাংশও শেয়ারহোল্ডারদের দিতে ব্যর্থ হয়। এর ফলেই গত বছরের সেপ্টেম্বরে ডিএসই কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে আনে, এবং বর্তমানে সেই ক্যাটাগরিতেই এর শেয়ার লেনদেন চলছে।

ডিএসই’র তথ্যমতে, প্যাসিফিক ডেনিমস দীর্ঘদিন ধরেই কমপ্লায়েন্স লঙ্ঘন ও তথ্য প্রকাশে অনিয়মে জড়িয়ে রয়েছে। সর্বশেষ মার্চ ২০২৪-এ তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর থেকে প্রতিষ্ঠানটি আর কোনো আর্থিক তথ্য প্রকাশ করেনি।এমনকি ৩০ জুন ২০২৫ তারিখে অর্থবছর শেষ হলেও এখন পর্যন্ত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন ডিএসই ওয়েবসাইটে আপলোড করা হয়নি।

গত বছর জুন মাসে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্যাসিফিক ডেনিমস-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় কোম্পানিটি সাময়িকভাবে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছিল।পরে ২৪ জুন কারখানাটি পুনরায় চালু করা হলেও, এবার ডিএসই’র সর্বশেষ পরিদর্শনে দেখা গেছে, কারখানাটি আবারও বন্ধ রয়েছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে