ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

সালমান শাহের হত্যার দায় স্বীকার করেছিলেন যিনি

২০২৫ অক্টোবর ২৩ ০৮:৪২:১৯
সালমান শাহের হত্যার দায় স্বীকার করেছিলেন যিনি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। মৃত্যুর পর থেকেই তাঁর মৃত্যু নিয়ে রহস্য ও বিতর্কের শেষ হয়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে বিবেচিত হলেও, সালমানের পরিবার বরাবরই দাবি করে এসেছে এটি হত্যাকাণ্ড। অবশেষে দীর্ঘ ২৯ বছর পর আদালত মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে এবং এতে ১১ জনকে আসামি করা হয়েছে।

ঘটনাপ্রবাহ ও তদন্তের পটভূমি

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহের বাবা কমরউদ্দিন চৌধুরী ছেলের সঙ্গে দেখা করতে এসে ফ্ল্যাটে ঢুকতে পারেননি। কিছুক্ষণ পর সালমানের মা নীলা চৌধুরী এক ফোনকল পেয়ে ছুটে গিয়ে দেখেন—ছেলের নিথর দেহ বিছানায় শোয়ানো, আর কয়েকজন তাঁর হাত-পায়ে তেল মালিশ করছে।পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই এটি হত্যা বলা হলেও, পুলিশ তখন একটি অপমৃত্যুর মামলা দায়ের করে।

পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২০ সালে চূড়ান্ত প্রতিবেদনে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন—পারিবারিক কলহ ও সহশিল্পী শাবনূরের সঙ্গে সম্পর্কজনিত টানাপোড়েন থেকে মানসিক চাপের কারণেই তিনি নিজের জীবন শেষ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কিন্তু নীলা চৌধুরী সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেন। চার বছর পর আদালত সেই আবেদন মঞ্জুর করে ঘোষণা দেয়—এটি আর অপমৃত্যু নয়, বরং পুরোদস্তুর হত্যা মামলা।

নতুন মোড় ও অভিযুক্তদের তালিকা

এই মামলার পুনরুজ্জীবনের পেছনে রয়েছে ১৯৯৭ সালের এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি। রিজভী আহমেদ নামে এক আসামি অন্য এক মামলায় গ্রেপ্তার হওয়ার পর আদালতে জবানবন্দীতে বলেন—সালমান শাহকে হত্যা করা হয়েছিল এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়।এই স্বীকারোক্তি এবং পরিবারের দীর্ঘ আইনি লড়াইয়ের ফলেই ২৯ বছর পর মামলাটি নতুনভাবে শুরু হলো।

নতুন এই হত্যা মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন:

সামিরা হক — সালমান শাহের স্ত্রী, যিনি বরাবরই পরিবারের অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন।

আজিজ মোহাম্মদ ভাই — শিল্পপতি ও সাবেক প্রযোজক; বর্তমানে বিদেশে পলাতক।

এছাড়া আরও আসামি হিসেবে রয়েছেন—ডন (চলচ্চিত্রের খলনায়ক), লতিফা হক লুচি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি (মে ফেয়ার বিউটি সেন্টার), আব্দুস সাত্তার, সাজু, এবং রিজভী আহমেদ ফরহাদ।

এই রায়ের ফলে দীর্ঘদিনের বিচারহীনতার অবসান ঘটবে এবং সালমান শাহের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের নতুন আশা তৈরি হয়েছে বলে মনে করছেন তাঁর ভক্ত ও পরিবার।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে