ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে ঘুষের প্রস্তাব

২০২৫ অক্টোবর ২৩ ০৯:১৫:৩৬
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে ঘুষের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীকে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সাবেক সদস্যসচিব সাকিব খান গ্রেপ্তার হয়েছেন।তিনি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পরিচয়ে একজন পুলিশ সুপারের পদায়নের জন্য ঘুষ দিতে চেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

রাজধানীর শাহবাগ থানার এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২২ ও ২৭ ধারায় সাকিব খানের বিরুদ্ধে মামলা করেন।বুধবার (২২ অক্টোবর) শাহবাগ থানা পুলিশ ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার নথি জমা দেয়।

নথিতে উল্লেখ করা হয়, সাকিব খান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীকে একটি মোবাইল নম্বর থেকে ঘুষের প্রস্তাব দেন।তিনি পরিচয় দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে এবং দাবি করেন, পুলিশের এক কর্মকর্তার পদায়নের ব্যবস্থা করতে পারবেন।

যৌথবাহিনী বুধবার বগুড়ার নারুলী এলাকা থেকে সাকিব খানকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় হস্তান্তর করে।পরদিন আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, সাকিব খান একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য, যারা উপদেষ্টা ও বিশেষ সহকারীর নাম ব্যবহার করে পদায়ন ও নিয়োগের নামে অর্থ আদায় করছিল।তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদনও করা হয়েছে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আদালতে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করেন—“সাইবার অপরাধ মনিটরিংকালে সাকিব খানের ঘুষ প্রস্তাবের বিষয়টি ধরা পড়ে।তদন্তের স্বার্থে তাঁকে আটক রাখা প্রয়োজন, কারণ জামিন পেলে তিনি পলাতক হতে পারেন এবং তদন্ত বিঘ্নিত হবে।”

বুধবার সাকিব খানের গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়ায় ‘সাধারণ ছাত্র-জনতা’ ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।এতে এনসিপি, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

সাকিব খানের বাবা ফরহাদ হোসেন বলেন,“আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সম্প্রতি সে ফেসবুকে সরকারের সমালোচনা করেছিল, সেই কারণেই তাকে টার্গেট করা হয়েছে।”

সাকিব খান ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর বগুড়া জেলা কমিটির সাবেক সদস্যসচিব ছিলেন।সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের নীতির সমালোচনা করে বেশ কিছু পোস্ট দেন, যা আলোচনার জন্ম দেয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে