ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Sharenews24

এবার ভয়াবহ আগুনে পুড়ল ১৭ দোকান

২০২৫ অক্টোবর ১৯ ১১:৩৯:২৫
এবার ভয়াবহ আগুনে পুড়ল ১৭ দোকান

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে শনিবার (১৮ অক্টোবর) রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রাত সাড়ে ১০টার দিকে বাজারের বাচ্চু মোল্যার মার্কেটে অবস্থিত নাসির দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়ে থাকতে পারে। এতে মাছ বাজারসংলগ্ন বাচ্চু মোল্যা ও আজিজ মোল্যার মার্কেটসহ চারটি মার্কেটের মনোহরি, ওষুধ, টেইলার্স, জুতার দোকান, রেস্টুরেন্ট ও বীজ ভাণ্ডার সম্পূর্ণ ভস্মীভূত হয়।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন, ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে।

এক প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জানান, বাজার বন্ধ থাকায় লোকজন কম ছিল, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় অনেকে চোখের সামনে নিজের দোকান ভস্মীভূত হতে দেখেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে