ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Sharenews24

পর্তুগালের পার্লামেন্টে বিতর্কিত বিল পাস

২০২৫ অক্টোবর ১৮ ১১:২৭:৫১
পর্তুগালের পার্লামেন্টে বিতর্কিত বিল পাস

নিজস্ব প্রতিবেদক: পর্তুগালে অধিকাংশ উন্মুক্ত স্থান বা জনসমক্ষে ‘লিঙ্গ বা ধর্মীয় উদ্দেশ্যে’ নিকাব পরা নিষিদ্ধ করার লক্ষ্যে পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। এই বিলটি মূলত মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরিধানের ওপর কেন্দ্রীভূত। বিলটি উত্থাপন করেছিল অতি-ডানপন্থি চেগা পার্টি।

শুক্রবার পার্লামেন্টে পাস হওয়া বিলে জনসমক্ষে নিকাব পরার জন্য ২০০ থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং কাউকে নিকাব পরতে বাধ্য করলে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে বিমানবন্দর, কূটনৈতিক প্রাঙ্গণ ও উপাসনালয়ে নিকাব পরার অনুমতি থাকবে।

স্থানীয় গণমাধ্যমের মতে, এখন বিলটি সাংবিধানিক বিষয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হবে পর্যালোচনার জন্য। এরপর পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা এটি অনুমোদন বা সাংবিধানিক আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেবেন।

যদি বিলটি আইন হিসেবে প্রণীত হয়, তবে পর্তুগাল ইউরোপের সেসব দেশের তালিকায় নাম লিখাবে যারা জনসমক্ষে নিকাব পরার বিরোধী। বর্তমানে ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসসহ কয়েকটি ইউরোপীয় দেশ নিকাব পরা আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

চেগা পার্টির নেতা আন্দ্রে ভেনচুরা বিল উত্থাপনকালে বলেন, “আমরা আজ সংসদের নারী সদস্যদের, আপনার কন্যাদের, আমাদের কন্যাদের বোরকা ব্যবহার থেকে রক্ষা করছি। এটি আমাদের গণতন্ত্র, মূল্যবোধ, পরিচয় ও নারী অধিকার রক্ষার একটি ঐতিহাসিক দিন।”

তবে বামপন্থি দলগুলোর বেশ কয়েকজন নারী আইনপ্রণেতা এই বিলের কঠোর সমালোচনা করেছেন। মধ্য-ডানপন্থি জোটের সমর্থনে বিলটি শেষ পর্যন্ত পাস হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে