ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

আদালতে হাজিরা দিলেন সালমানের সাবেক স্ত্রী সামিরা অতঃপর 

২০২৫ অক্টোবর ১৪ ১০:১৩:৫২
আদালতে হাজিরা দিলেন সালমানের সাবেক স্ত্রী সামিরা অতঃপর 

নিজস্ব প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহের মৃত্যু রহস্যের তদন্তে নতুন মোড় এসেছে। তার মৃত্যুর প্রায় ২৯ বছর পরও হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আগামী ২০ অক্টোবর এ মামলা পুনরায় তদন্ত হবে কিনা, সে বিষয়ে আদালতের আদেশ আসতে পারে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর, তার বাবা অপমৃত্যুর মামলা করেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)-এর এক তদন্ত রিপোর্টে এটিকে আত্মহত্যা বলা হলেও, সালমান শাহের পরিবার তা মানতে নারাজ।

সম্প্রতি, এ মামলায় প্রথমবারের মতো আদালতে হাজির হয়েছেন সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা। তিনি ওকালতনামায় স্বাক্ষর করেছেন। এই ঘটনায় আদালতপাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সামিরার আইনজীবী জানান, ১৯৯৬ সালের পর এই প্রথম শুনানিতে সামিরা অংশ নিলেন, যিনি মামলার মূল আসামি। আইনজীবী আশা প্রকাশ করেছেন যে, আদালত তাদের যুক্তি গ্রহণ করে ২০ অক্টোবর একটি আদেশ দেবেন। সালমান শাহের পরিবার দীর্ঘ প্রতীক্ষার পর এই মামলার চূড়ান্ত সমাধান দেখতে চায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে