ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রকাশ্যে এলো শেখ হাসিনার ভয়ংকর নির্দেশ

২০২৫ অক্টোবর ১৩ ১৮:৩৩:২৩
প্রকাশ্যে এলো শেখ হাসিনার ভয়ংকর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় এক বিস্ফোরক ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ উপস্থাপন করা হয়েছে। ফোনালাপে তাকে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশনা দিতে শোনা যায়, যেখানে তিনি বলেন,“এবার আর কোনো কথা নাই। শুরুতেই দিবা।”

সোমবার (১৩ অক্টোবর) মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই অডিও ক্লিপটি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে চলমান ছাত্র-জনতার গণআন্দোলনের সময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন।

ফোনালাপে তিনি বলেন,“ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমায়েত হতে শুরু করেছে—মিরপুর, যাত্রাবাড়ী, উত্তরা, ব্র্যাক ইউনিভার্সিটি এবং অন্যান্য জায়গায়। শুরুতেই কিন্তু ইয়ে... করতে হবে। একদম শুরুতেই। ধাওয়া দিলে এরা গলিতে গলিতে থাকবে। এবার আর কোনো কথা নাই। এবার শুরুতেই দিবা।”

প্রসিকিউটরের দাবি অনুযায়ী, অপর প্রান্তে থাকা ব্যক্তি ছিলেন কর্নেল রাজিব, যিনি সেই সময় প্রধানমন্ত্রীর ডেপুটি মিলিটারি সেক্রেটারি ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন।

এই মামলার আসামিদের তালিকায় রয়েছেন: শেখ হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী),আসাদুজ্জামান খান কামাল (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী),আরও একজন উচ্চপদস্থ কর্মকর্তা (নাম প্রকাশ হয়নি)

চিফ প্রসিকিউটর বলেন, এই কথোপকথন প্রমাণ করে শেখ হাসিনা সরকার শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে উচ্চপর্যায়ের পরিকল্পনার অংশ হিসেবে সরাসরি প্রাণঘাতী নির্দেশ দিয়েছে।

যুক্তিতর্কের শুরুতে রাষ্ট্রপক্ষ একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করে, যেখানে আওয়ামী লীগ শাসনামলে: আন্দোলন দমনে সহিংসতা,রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা,দলীয় বিভাজন ও প্রশাসনিক অস্থিরতা তুলে ধরা হয়।

তাজুল ইসলাম বলেন, “এই ফোনালাপ শুধু একটি রাজনৈতিক নির্দেশ নয়, বরং এটি মানবতাবিরোধী অপরাধে উসকানি ও অনুমোদনের সরাসরি প্রমাণ। এটি বোঝায়—নির্দেশ ছিল, দেখা মাত্র গুলি।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে গুম, খুন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের ইতিহাস এই মামলার গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে