ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
Sharenews24

৩০ মিলিয়ন ডলারের চমক এনভয় টেক্সটাইলসের

২০২৫ অক্টোবর ০৫ ১০:১২:৪৩
৩০ মিলিয়ন ডলারের চমক এনভয় টেক্সটাইলসের

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইলস লিমিটেড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৩০ কোটি টাকা) ঋণ গ্রহণ করছে। এটি হবে বাংলাদেশের কোনো বেসরকারি কোম্পানিকে দেওয়া প্রথম ‘সাসটেইনেবিলিটি-লিংকড’ ঋণ, যা পরিবেশবান্ধব উৎপাদন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্যবহার হবে।

গত ১ অক্টোবর এনভয়ের পরিচালনা পর্ষদের এক বৈঠকে এই ঋণ গ্রহণের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। কোম্পানি সূত্র জানিয়েছে, এই ঋণ ৭ বছরের জন্য নেওয়া হচ্ছে, যার মধ্যে প্রথম ১৮ মাস থাকবে গ্রেস পিরিয়ড। অর্থাৎ, এই সময়ের মধ্যে কোম্পানিকে ঋণের কোনো কিস্তি পরিশোধ করতে হবে না। গ্রেস পিরিয়ড শেষ হলে পরবর্তী সময় ১২টি অর্ধবার্ষিক কিস্তিতে পুরো ঋণ পরিশোধ করা হবে।

এই অর্থের বড় একটি অংশ ব্যবহার করা হবে এনভয় টেক্সটাইলসের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য। বর্তমানে যে উৎপাদন অবকাঠামো রয়েছে, সেটিকে আরও আধুনিক করে বার্ষিক ৪,৫৫০ টন অতিরিক্ত সূতা উৎপাদনের সক্ষমতা অর্জন করা হবে। এছাড়া, কারখানার ছাদে বসানো হবে ৩.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ সিস্টেম, যা প্রতিষ্ঠানটিকে আরও পরিবেশবান্ধব ও বিদ্যুৎ-সাশ্রয়ী করে তুলবে।

এই ঋণের মাধ্যমে কোম্পানি শুধু উৎপাদন বৃদ্ধিই নয়, একইসঙ্গে স্থানীয় উৎস থেকে নেওয়া পূর্ববর্তী কিছু ঋণও পরিশোধ করবে বলে জানিয়েছে। এতে কোম্পানির আর্থিক ব্যয় কিছুটা হ্রাস পাবে এবং লাভজনক কার্যক্রমে বিনিয়োগের সুযোগ বাড়বে।

এনভয় টেক্সটাইলস আশা করছে, এই বিনিয়োগ কার্যক্রমের ফলে তাদের কারখানার আধুনিকীকরণ, উৎপাদন দক্ষতা এবং টেকসই মুনাফা—সবদিকেই ইতিবাচক প্রভাব পড়বে। একইসঙ্গে, পরিবেশগত দিক থেকেও একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, এডিবির মতো একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাসটেইনেবিলিটি-লিংকড ঋণ পাওয়া মানেই হলো প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডে যথেষ্ট গ্রহণযোগ্য। এটি এনভয় টেক্সটাইলসের ব্র্যান্ড ইমেজ ও আন্তর্জাতিক অংশীদারিত্ব গঠনের ক্ষেত্রেও একটি বড় অর্জন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে