ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

সাপ্তাহিক লেনদেনে ইতিবাচক ভূমিকায় সবল কোম্পানি

২০২৫ অক্টোবর ০৪ ১৮:২১:৩৩
সাপ্তাহিক লেনদেনে ইতিবাচক ভূমিকায় সবল কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে গড় লেনদেন বেড়েছে। এছাড়া লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। এমন পরিস্থিতিতেও লেনদেন তালিকায় দাপট দেখিয়েছে ‘এ’ ক্যাটাগরির সবল কোম্পানিগুলো। আলোচ্য সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকায় ১০টির মধ্যে ৮টিই ছিল ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, সামিট অ্যালায়েন্স পোর্ট, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, সিভিও পেট্রোকেমিক্যাল, ফারইস্ট নিটিং এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। সপ্তাহজুড়ে ব্যাংকটির ৮৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ৪.৫৯ শতাংশ। বিদায়ী সপ্তাহে ব্যাংকটির প্রতিদিন গড় ২৮ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহশেষে ব্যাংকটির শেয়ার দর দাঁড়িয়েচে ৬৯ টাকা ৫০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৭২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ৩.৮৯ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৪ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। আর সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫২৮ টাকা ৮০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৬৯ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা, যা মোট লেনদেনের ৩.৭৪ শতাংশ। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৩ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা। আর সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৪২ টাকা ৫০ পয়সায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ৬৬ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৪৯ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ৩৭ কোটি ৬ লাখ ২০ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ৩৬ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৩৫ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে