ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

‘অবাঞ্ছিত’ হবেন উপদেষ্টা আসিফ ও এনসিপি নেতা হাসনাত!

২০২৫ অক্টোবর ০৪ ১৭:৫৯:০৮
‘অবাঞ্ছিত’ হবেন উপদেষ্টা আসিফ ও এনসিপি নেতা হাসনাত!

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে 'অবাঞ্ছিত' ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে একদল বিক্ষুব্ধ স্থানীয় নাগরিক ও ছাত্রনেতা।

শুক্রবার (৩ অক্টোবর) নোয়াখালী শহরে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ছাত্রছাত্রীরা অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ তুষার বলেন:“নোয়াখালীকে বিভাগ করার দাবি নতুন কিছু নয়। এটি আমাদের ন্যায্য অধিকার। স্বাধীনতা-পরবর্তী সময় থেকে যে অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছি, তা যদি ২০২৪ পরবর্তী সময়েও চলতে থাকে, তাহলে আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহকে নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”

আরেক সংগঠক, মেহেদী হাসান সীমান্ত, বলেন:“গোপালগঞ্জের জন্য শেখ হাসিনার শাসনামল ছিল স্বর্ণযুগ। এখন দেখা যাচ্ছে, কুমিল্লাও একই ধরণের অগ্রাধিকার পাচ্ছে বর্তমান উপদেষ্টা ও ছাত্রনেতাদের মাধ্যমে। অথচ নোয়াখালী সবসময়ই উপেক্ষিত। আমরা এই বৈষম্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

দীর্ঘদিন ধরেই নোয়াখালীকে প্রশাসনিক বিভাগে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন স্থানীয় নাগরিক সমাজ। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো অগ্রগতি না থাকায় অসন্তোষ ও ক্ষোভ বাড়ছে। বিশেষ করে নতুন প্রশাসন আসার পর যখন বিভিন্ন অঞ্চল উন্নয়ন অগ্রাধিকার পাচ্ছে, তখন নোয়াখালীর প্রতি উপেক্ষা অব্যাহত থাকায় এই আন্দোলন জোরালো হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে এবং বিভাগ দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘জনপ্রতিনিধি’দের এলাকার মাটিতে পা রাখতে দেওয়া হবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে