ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

কারাগারে সাবেক এমপির মৃত্যুর খবর নিয়ে যা জানালো জেল কর্তৃপক্ষ

২০২৫ অক্টোবর ০৪ ১১:০৩:১০
কারাগারে সাবেক এমপির মৃত্যুর খবর নিয়ে যা জানালো জেল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির কারাগারে মৃত্যুর খবর সম্পূর্ণ গুজব ও বানোয়াট বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।

গতকাল (৩ অক্টোবর) একটি ফেসবুক পেজে ‘গাইবান্ধা-২’ আসনের সাবেক এমপির মৃত্যুর খবর ছড়ালে এলাকায় ব্যাপক বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

তবে কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মাহাবুব আরা গিনি জীবিত, সুস্থ এবং বর্তমানে গাইবান্ধা কারাগারে আটক আছেন। তিনি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন এবং কোনো শারীরিক জটিলতা নেই।

বিবৃতিতে আরও বলা হয়, “সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। দায়িত্বশীল নাগরিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে—এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।”

কারাগারের সঠিক তথ্য জানতে হটলাইন ১৬১৯১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে