ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

বাবুনগরীর মুখে জামায়াতের ‘পরাজয়ের ঘণ্টা’

২০২৫ অক্টোবর ০৪ ১০:২৪:০৮
বাবুনগরীর মুখে জামায়াতের ‘পরাজয়ের ঘণ্টা’

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ফের অবস্থান নিলেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত এক ইসলামী সম্মেলনে তিনি জামায়াতকে ‘ভণ্ড ইসলামী দল’ বলে আখ্যায়িত করেন এবং জনগণকে দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানান।

শাহ মুহিবুল্লাহ বলেন, "যারা পূজা আর রোজাকে এক করে দেখে, তারা ইসলামবিরোধী। জামায়াত মদিনার ইসলাম নয়, মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। এদের অনুসরণ করলে ইমান থাকবে না।"

তিনি আরও বলেন, “সাহাবাদের পথই সঠিক পথ। সেই পথে না চললে দুনিয়া-আখিরাতে সফলতা মিলবে না।”

এর আগেও গত ৪ আগস্ট ফটিকছড়ির এক সভায় বাবুনগরী বলেন, “জামায়াত সহিহ ইসলামী দল নয়, তাদের সঙ্গে ঐক্য অসম্ভব।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে