ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অবশেষে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১০:৫৭:৫৮
অবশেষে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক : দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আয়োজিত এক যৌথ ফোনালাপে নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে এই দুঃখপ্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “নেতানিয়াহু গভীর দুঃখের সঙ্গে স্বীকার করেন যে, হামাসকে লক্ষ্য করে চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এটি ইসরায়েলের পরিকল্পনার অংশ ছিল না।”

বিবৃতিতে আরও বলা হয়, “জিম্মি মুক্তি নিয়ে আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে চালানো ওই হামলা কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। ইসরায়েল এ বিষয়ে দুঃখ প্রকাশ করছে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।”

নিজের এক্স (পূর্বতন টুইটার) অ্যাকাউন্টে কাতারি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নেতানিয়াহু লিখেছেন,“মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিযানে আপনার দেশের একজন নাগরিক নিহত হওয়ায় আমরা দুঃখিত। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, ইসরায়েল কাতারি জনগণকে নয়, বরং হামাসকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করেছে।”

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দোহায় পরিচালিত ওই হামলায় অন্তত পাঁচজন নিম্নপদস্থ হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতারা, যারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছিলেন। তবে হামাসের মূল নেতারা ওই হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান।

এই ঘটনা কাতারে ইসরায়েলের এটি ছিল প্রথম সামরিক হামলা, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই ফোনালাপ ছিল দোহায় হামাস আলোচক দলের আবাসস্থলে চালানো ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া মোকাবিলায় মার্কিন কূটনৈতিক উদ্যোগের অংশ।বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার শুরুতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অব্যাহত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে