ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সাকিবকে জাতীয় দল থেকে আজীবনের ছুটি

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১০:২৫:৫১
সাকিবকে জাতীয় দল থেকে আজীবনের ছুটি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল ও আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসানকে আর কখনো জাতীয় দলের জার্সি গায়ে দিতে দেওয়া হবে না, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,“তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এখন থেকে বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে—সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।”

সম্প্রতি শেখ হাসিনার জন্মদিনে সাকিবের দেওয়া একটি ফেসবুক শুভেচ্ছা বার্তা ঘিরে শুরু হয় সমালোচনা। এরপর থেকে ক্রীড়া উপদেষ্টা ও সাকিবের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য চলতে থাকে।

আসিফ মাহমুদের দাবি,“সাকিব মুখে বললেও তিনি রাজনীতিতে নেই—এটা সত্য নয়। তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার সর্বশেষ ফেসবুক পোস্টই তার প্রমাণ।”

তিনি আরও বলেন,“যতবার তিনি দেশে খেলার জন্য এসেছেন, বলেছেন তাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন।”

সাকিবের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন আসিফ মাহমুদ। তিনি বলেন,“শুধু ভালো ক্রিকেটার বলেই কাউকে পুনর্বাসন করতে হবে—এমনটা হতে পারে না। তার বিরুদ্ধে খুনিদের সমর্থন, শেয়ার কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফিন্যান্সিয়াল ফ্রডসহ নানা অভিযোগ রয়েছে। আইন সবার জন্য সমান হওয়া উচিত।”

এর আগে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন,“একজনকে পুনর্বাসন না করায় আমাকে সহস্র গালি দেওয়া হয়েছে। But I was right. End of the discussion.”

এই বক্তব্যের জবাবে রবিবার রাত ১১:২০ মিনিটে, নিজের ফেসবুকে সাকিব লেখেন:“যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!”

হাসিনারসঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সাকিব বলেন,“তিনি সব সময় সিরিয়াসলি খেলা দেখেছেন, খেলার সঙ্গে যুক্ত থেকেছেন। সেই জায়গা থেকেই একটা সম্পর্ক গড়ে উঠেছে। আমি একজনকে উইশ করতেই পারি। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।”

দুই পক্ষের এই তীব্র অবস্থান এবং প্রকাশ্য বাকযুদ্ধের পর প্রশ্ন উঠেছে—এবার কি সত্যিই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটতে চলেছে?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে ক্রীড়া উপদেষ্টার স্পষ্ট অবস্থান ইঙ্গিত দিচ্ছে, খুব শিগগিরই সাকিবের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে