ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হবে দুই জনপ্রিয় অ্যাপ

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৭:৫৪:১০
হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হবে দুই জনপ্রিয় অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : সরকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ এবং অনলাইন বৈঠক রোধে দুটি জনপ্রিয় অ্যাপ—টেলিগ্রাম ও বোটিমের ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এই দুটি অ্যাপ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে।

গতকাল, রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়। আলোচনায় আপাতত টেলিগ্রাম ও বোটিমের ব্যবহার সীমিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

জানা গেছে, গত বুধবার রাজধানীর আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ২৪৪ জন নেতাকর্মীর মধ্যে দেড় শতাধিক ব্যক্তি টেলিগ্রাম ও বোটিম ব্যবহার করে যোগাযোগ রাখছিলেন। এসব অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল বৈঠক চালিয়ে তারা দেশে অস্থিরতা সৃষ্টির নির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

সরকারি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়ে ভারতে। সেই সময়ের ফ্যাসিস্ট সরকারের বেশিরভাগ মন্ত্রী ও নেতা ভারতে আশ্রয় নেন এবং ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশে কর্মীদের সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন।

টেলিগ্রাম ইন্টারনেটভিত্তিক যোগাযোগের একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম, যার প্রতিষ্ঠাতা পাভেল দুরভ রুশ বংশোদ্ভূত। আর বোটিম হলো কথা বলা, ভিডিও কল ও অর্থ লেনদেনের জনপ্রিয় অ্যাপ, যার প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে অবস্থিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার এই দুই অ্যাপ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে